বিজেপির পাঁচ বিধায়ক, বরুণ-মানেকাও কী আজই তৃণমূলে? মমতার মঞ্চে ওঠার আগেই জোর জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : একুশে জুলাইয়ের সভায় (21 July TMC Rally) কী বিজেপিকে (BJP) চমকে দিতে চলেছে তৃণমূল? একাধিক বিজেপি বিধায়কের সবুজ শিবিরে যোগ দেওয়ার জল্পনা উঠে আসছে। কারা কারা যোগ দিতে পারেন তৃণমূলে? বুধবার তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি এড়িয়ে যান। অভিষেক বলেন, ‘শুধু দলে যোগ দিলেই চমক হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তাই হল আসল চমক।’ তবে বেশ ভালোই গুঞ্জন ছড়িয়েছে চার বিজেপি বিধায়কের নাম নিয়ে। একুশের মঞ্চে এই পাঁচ পদ্ম বিধায়কের নাকি তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।

কোন কোন নাম ঘিরে জল্পনা? মেদিনীপুরের বিজেপি বিধায়ক তথা চিত্র অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এবং রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী নাম নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। এরই সঙ্গে উত্তরবঙ্গের এক বিধায়ক এবং মেদিনীপুরের এক বিধায়কের নামও আছে জল্পনার তালিকায়। দলীয় সূত্রে জানা যাচ্ছে, শঙ্কর ঘোষ এবং অশোক দিন্দাকেও দেখা যেতে পারে একুশের মঞ্চে। এছাড়াও অর্জুন সিংয়ের ছেলে পবন সিংয়ের নাম নিয়েও জল্পনা চলছে।

জল্পনা বরুণ মানেকাকে নিয়েও : ২১ জুলাই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই কলকাতায় এসে পৌঁছেছেন বরুণ গান্ধী (Varun Gandhi) ও মানেকা গান্ধী (Maneka Gandhi)। বৃহস্পতিবার সকালেই শহরে পা দিলেন তাঁরা। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল রাজ্যনীতিতে। তবে কি একুশের মঞ্চে তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন বরুণ-মানেকা?

গত কয়েক মাস ধরেই বরুণ গান্ধী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এমন সব কথাবার্তা বলতে শুরু করেন বরুণ যে আদৌও বিজেপি টিকিট দেবে কিনা তা নিয়েই সন্দেহ প্রকাশ করেন অনেকে।

Untitled design 32 4

যদিও বিজেপি টিকিট দেয় মা-ছেলে দুজনকেই। গেরুয়া শিবিরের টিকিটে জিতেওছিলেন দু’জনই। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরেই মোদীর সমালোচনা করে যাচ্ছেন বরুণ। সম্প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসে অতিরিক্ত জিএসটি চাপানো নিয়ে রীতিমতো আক্রমণ করেছিলেন বরুণ গান্ধী। আর এদিন যখন বিজেপি বিরোধী শক্তিকে আরও জমাট বাঁধছে ধর্মতলা তখনই কলকাতায় পৌঁছে মানেকা এবং বরুণ গান্ধী তৃণমূলে যোগ দেওয়ার জল্পনাকে আরও উস্কে দিলেন।


Sudipto

সম্পর্কিত খবর