রোজ পড়েন হাই হিল? নিজের অজান্তেই ডেকে আনছেন পায়ের বিপদ

হাইহিল বলতেই মেয়েদের মনে একটা অন্য আনন্দ জেগে ওঠে। আর পূজো থেকে বিয়েবারি সব জায়গায় হিল জুতো ছাড়া যেন সাজ অসম্পূর্ন থেকে যায়। আর এই সাজকে মাত্রা দেয় একটা সুন্দর হিল জুত। আর এখন র‍্যাম্প মডেল থেকে শুরু করে কলেজ পড়ুয়া নারীদের সবাই পরেন হাই হিল, কারন এটা একটা ট্রেন্ড আর ট্রেন্ড বজাইয় রাখা যেন মেয়েদের একটা ট্রেন্ড।তবে কখনো ভেবে দেখেছেন কি এই হিল জুতোর আগমন কোথা থেকে হল ?

কেনই বা সবাই হিল জুতো পড়ে থাকেন। বলে রাখা দরকার গ্রীসে, খ্রীষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝিতেএই  স্যান্ডেলের ব্যবহার হত। উচু সম্প্রদায়ের কর্তা-ব্যক্তিরা সেসময় ধর্মী অনুষ্ঠানগুলোতে উঁচু জুতো পড়ে আসতেন।  আর এছাড়াও হাই হিলকে নাকি বিত্তের প্রতীক । তাই সবাই সে সময় হাই হিল পড়ে আসতেন ।AFH2আবার নাকি শোনা যেত  হাই হিলে সবচেয়ে বেশি বেশি ব্যবহার করতেন কসাইরা। মূলত মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত শরীরে লাগতে না দিতেই তারা হাই হিল ব্যবহার করতেন। এসব অনেক ব্যপার আছে। কিন্তু হালফিলে এতো কথা কেউ ভাবেন না। নিজের সুন্দর লাগার জন্য অনেকেই হিল পড়ে থাকেন।সম্প্রতি বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে,হাই হিলের জুতো মেয়েদের জন্য স্বাস্থ্যঝুঁকি। তাই ডাক্তাররা অনেকেই এই হিল জুতো পড়তে মানা করেন।

কারন হিলের জুতা পড়েন অনেকে, আর বেশি হিল পড়লে অস্ট্রিওআর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে। অস্টিও আর্থ্রাইটিস এমন একটা যন্ত্রণাদায়ক অবস্থা যে ক্ষেত্রে অস্থিসন্ধিগুলোর স্বাস্থ্যের
অবনতি ঘটায়। পাশাপাশি হিল পড়লে মেয়েদের বাতের ব্যথাও বেড়ে যায়।  হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এক গবেষণা থেকে এমন সব তথ্য উঠে এসেছে।


সম্পর্কিত খবর