ব্রাজিলের পর এবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা মেসির আর্জেন্টিনার, স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে নেই র‍্যামোস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, পর্তুগালের মতো দলগুলি আগেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল। আজ কাতার বিশ্বকাপের জন্য নিজেদের ২৬ জনের স্কোয়াড ঘোষণা করলো লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। দলে জায়গা হলো না তারকা ফুটবলার এনহেল কোরেয়ার। চোটের জন্য গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লো সেলসো-কেও দলে রাখতে পারেননি স্কালোনি। তবে চোটের জন্য দীর্ঘদিন বাইরে থাকা তারকা ফুটবলার পাওলো দিবালা স্কোয়াডে রয়েছেন। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর বাড়তি প্রত্যাশা থাকবে মেসিদের ওপর এবং তাদের দলের বোঝাপড়া হয়তো চলতি ফুটবল বিশ্বকাপের মধ্যে সবচেয়ে উন্নত মানের।

আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াডটি সকলের সামনে তুলে ধরা হলো:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (ভিলারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

ডিফেন্ডার: নাহুলে মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (সেভিলা), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), জার্মান পেজেলা (রিয়াল বেটিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিজান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (সেভিলা), নিকোলাস ট্যাগলিয়াফিকো (লিয়ন), জুয়ান ফয়েথ (ভিলারিয়াল)

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিয়েন্দ্রো প্যারেদেস (জুভেন্টাস), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), গুইডো রদ্রিগেজ (রিয়াল বেটিস), আলেজান্দ্রো গোমেজ (সেভিলা), এনজো ফার্নান্দেজ (বেনফিকা) এক্সকুয়েল প্যালাসিও (বেয়ার লেভারকুসেন)

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া (জুভেন্টাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), জোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), পাওলো দিবালা (এএস রোমা), লিওনেল মেসি (পিএসজি)

এছাড়া বিশ্বকাপের জন্য নিজেদের ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন। লুইস এনরিকের দল নির্বাচন নিয়ে অবশ্য বেশ কিছুটা বিতর্ক রয়ে গিয়েছে। অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস ফর্মে থাকা সত্ত্বেও তাকে দলে নেননি তিনি। অথচ অফফর্মে থাকা বার্সেলোনার এরিখ গার্সিয়াকে দলে নেওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। তা বাদে খুব বেশি চমক নেই স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে। অফফর্মের কারণে জায়গা পাননি লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা।

স্পেন স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও), রবার্ট স্যাঞ্চেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)

ডিফেন্ডার: হোসে গায়া (ভ্যালেন্সিয়া), জর্ডি অ্যালবা (বার্সেলোনা), এরিখ গার্সিয়া (বার্সেলোনা), এইমরিক ল্যাপোর্তে (ম্যানচেস্টার সিটি), পাউ টোরেস (ভিলারিয়াল), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া), সেজার আজপিলইকুয়েতা (চেলসি), ড্যানি কার্ভাহাল (রিয়াল মাদ্রিদ)

মিডফিল্ডার: রদ্রি (ম্যানচেস্টার সিটি), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্কোস লোরেন্তে (অ্যাটলেটিকো মাদ্রিদ), সার্জিও বুস্কেতস (বার্সেলোনা), গাভি (বার্সেলোনা), পেদ্রি গঞ্জালেজ (বার্সেলোনা), কার্লোস সোলার (পিএসজি)

ফরোয়ার্ড: ড্যানি ওলমো (আরবি লেইপজিগ), পাবলো সারাবিয়া (পিএসজি), আলভারো মোরাতা (অ্যাটলেটিকো মাদ্রিদ), আনসু ফাতি (বার্সেলোনা), ফেরান টোরেস (বার্সেলোনা), মার্কো এসেন্সিও (রিয়াল মাদ্রিদ), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিলারিয়াল)


Reetabrata Deb

সম্পর্কিত খবর