এই দুই তারকাকে বাদ দিয়ে বিশ্বকাপের বাছাইপর্বের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা, হতাশ সমর্থকরা

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গেল 2022 কাতার বিশ্বকাপের তোড়জোড়। ইতিমধ্যে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে একে একে খেলতে নামার প্রস্তুতি নিচ্ছে ল্যাতিন আমেরিকার দলগুলি। করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত করতে পারেনি লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন। গত মার্চ মাসে এই ম্যাচ গুলি হওয়ার কথা থাকলেও সেটি সাত মাস পিছিয়ে অক্টোবর করতে বাধ্য হয় লাতিন আমেরিকা ফুটবল ফেডারেশন।

ব্রাজিলের পর এবার 2022 কাতার বিশ্বকাপের বাছাইপর্বের জন্য দল ঘোষণা করল ল্যাটিন আমেরিকার আর এক শক্তিশালী দেশ আর্জেন্টিনা। আর্জেন্টিনা 30 সদস্যের দল ঘোষণা করলেও দল ঘোষণায় রেখেছে বেশ কিছু চমক। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনার জাতীয় দলে ফিরেছেন তারকা ফুটবলার লিও মেসি। বিশ্বকাপের বাছাইপর্বের আর্জেন্টিনার 30 সদস্যের দলে জায়গা হয়নি সার্জিও অ্যাগুয়েরো ও অ্যাঞ্জেল ডি মারিয়ার মত তারকার।

536331809a2f5874ce764422a606aea487df81571336ae275197d5b1a4ef5dadf1437b85

8 ই অক্টোবর ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের বাছাইপর্বের অভিযান শুরু করতে চলেছে মেসিরা। তারপর পাঁচদিন পরেই বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এই দলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন পাওলো দিবালা, জিওভানি সিমিওনে, ক্রিশ্চিয়ান পাভোন, এমিলিয়ানো মার্টিনেজ, ওতামেন্দিরা, আলেজন্দ্র গোমেজ। অপরদিকে বাদ পড়েছেন সার্জিও অ্যাগুয়েরো ও অ্যাঞ্জেল ডি মারিয়ার মত তারকা ফুটবলাররা।

Udayan Biswas

সম্পর্কিত খবর