ভুট্টা ক্ষেতে ফুটলো মেসির মুখের আদল! অসম্ভবকে সম্ভব করে দেখালেন আর্জেন্টাইন কৃষক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তাকে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার মানেন বেশিরভাগ ফুটবলপ্রেমীরাই। দু’মাস আগে অবধি যদিও কিছু আর্জেন্টিনা নাগরিকদের বক্তব্য ছিল যে তাদেরকে এর আগে বিশ্বকাপ জিতিয়েছেন দিয়েগো মারাদোনা। মেসি তখনো তেমনটা করে দেখাতে পারেননি। তাই তাকে সেরা মানতে পারতেন না তারই দেশের কিছু ফুটবলপ্রেমী মানুষ। কিন্তু গত ডিসেম্বরের পর থেকে সেই আক্ষেপও কেটে গিয়েছে। আর্জেন্টাইন কিংবদন্তির নেতৃত্বে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপ ঘরে তুলেছে লা অ্যালবিসেলেস্তেরা।

এবার সেই মেসির মোহে মুগ্ধ হয়ে এক অসাধারণ কীর্তি করে দেখালো এক আর্জেন্টাইন কৃষক। আর্জেন্টিনা ফাইনাল বিশ্বকাপ ফাইনাল জেতার আগে থেকেই এই কাজটি করার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তিনি। নিজের ভুট্টা ক্ষেতে তিনি এমন আকারে চাষাবাদ করতে চেয়েছিলেন যাতে গাছগুলি বড় হলে বার্ডস আই ভিউ থেকে ক্ষেতটিতে মেসির মুখের আদল তৈরি হয়।

তার সেই স্বপ্ন সত্যি হয়েছে। সত্যিই এখন তার চাষের জমিতে তৈরি হয়েছে মেসির মুখের আদল। উন্নত চাষাবাদ পদ্ধতি কাজে লাগিয়ে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইয়র্স থেকে ৫০০ কিলোমিটার দূরে বালেস্তেরস গ্রামে এই কীর্তিটি গড়েছেন চার্লি ফেরিসেলি নামের এই কৃষক।

তিনি পরে একটি সাক্ষাৎকারে বলেছেন, “পরিকল্পনা ছিল চাষাবাদের জগৎ থেকে মেসিকে এই অনন্য সম্মান জানানোর, তিনি বিশ্বকাপ জিতুক বা না জিতুক। সৌভাগ্যক্রমে তিনি বিশ্বকাপ জিতেছেন। উন্নত চাষাবাদ প্রযুক্তিতে ধন্যবাদ, যার জন্য আমরা মাঠের বিভিন্ন অংশের বিভিন্ন পরিমাণে বীজ বপন করে এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি।”

তার এই কীর্তির চিত্র এখন গোটা দুনিয়ায় ভাইরাল। তিনি বলেছেন, “আমাদের দেশের ফুটবল দল অনেক যন্ত্রণা এবং খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়ে আজ সর্বোচ্চ সাফল্য অর্জন করে সকলের মুখে হাসি ফুটিয়েছে। এই মুহূর্তে আমাদের চাষাবাদের অবস্থাও একেবারেই ভালো নয়। আশা করবো আর্জেন্টাইন ফুটবলের মতনই এই চাষাবাদ জগত ঘুরে দাঁড়াবে।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর