বাংলা হান্ট নিউজ ডেস্ক: ৪-৫ বছর আগেও তিনি ফুটবল বিশ্বে পরিচিত নাম ছিলেন না। কিন্তু নিজের ওপর বিশ্বাস রেখেছেন এবং পরিশ্রম করে গিয়েছেন। আজ দু বছরের মধ্যে আর্জেন্টিনাকে (Argentina) তিনটি ট্রফি জিতিয়ে বিশ্বের সেরা গোলকিপারদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করে নিয়েছে আর্জেন্টিনার উদ্ধত গোলকিপার এমি মার্টিনেজ (Emi Martinez) ওরফে দিবু। তিনি আর্জেন্টাইন সমর্থকদের নয়নের মনি এবং নিজের উগ্র আচরণের জন্য বিপক্ষ সমর্থকদের চক্ষুশুল। তবে আসল ব্যাপার হলো বিশ্বকাপ (Qatar World Cup) জয়ী তারকা সমালোচকদের সমালোচনা পাত্তা দেন না শুধুমাত্র নিজের কাজটা করে যান এক মনে।
এবার একটি মানবিক উদ্যোগ নিয়ে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের প্রশংসা আদায় করে নিলেন দিবু। ৩০ বছর বয়সেই বিশ্বজয়ী ফুটবলার যে দুটি গ্লাভস হাতে তুলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন, সেগুলিকে তুললেন নিলামে এবং তার বদলে পেলেন প্রায় ৩৬,৮৮,৪৪৮ টাকা। এবার প্রশ্ন হল এই টাকাটি ঠিক কোন কাজে লাগাতে চাইছেন আর্জেন্টাইন গোলরক্ষক?
এক্ষেত্রেই সকলের প্রশংসার পাত্র হয়ে উঠেছেন এমি মার্টিনেজ। আর্জেন্টিনার বিখ্যাত হাসপাতাল ‘গার্রাহান’-এর হাতে গোটা টাকাটা তুলে দিচ্ছেন তিনি, যারা শিশুদের ক্যান্সার প্রতিরোধে এই বিশাল অঙ্কের টাকাটি কাজে লাগাতে চলেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই গ্লাভসগুলি হাতে পড়েই তিনি বিশ্বকাপ ফাইনালের রাতে ফ্রান্সকে রুখে দিয়ে লিও মেসির আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন।
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলছেন এমি। ক্লাব ফুটবলে এখনো বলার মত উল্লেখযোগ্য কোন সাফল্য পাননি তিনি। এখনো পর্যন্ত আর্সেনালকে একটি কমিউনিটি শিল্ড যেতানো ছাড়া বড় কোন খেতাব তার ক্লাব কেরিয়ারে অর্জন করে উঠতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক। কিন্তু সেই নিয়ে খুব বেশি আফসোসও নেই তার।
২০২১ সালে ব্রাজিলে আয়োজিত কোপা আমেরিকায় প্রায় প্রত্যেকটি ম্যাচই ম্যাচ জিতানো পারফরম্যান্স করেছেন তিনি। বিশেষত টাইব্রেকারে তার পেনাল্টি বাঁচানোর দক্ষতা আর্জেন্টিনার কাছে সম্পদ হয়ে উঠেছে। পরবর্তীকালে বিশ্বকাপে কোয়াটার ফাইনাল এবং ফাইনালেও টাইব্রেকারে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। গত সপ্তাহেই ফিফার বিচারে তিনি বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন। ভবিষ্যতে তিনি আর্জেন্টিনাকে আরো বড় সাফল্য এনে দেবেন, এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।