ফের আর্জেন্টিনা সমর্থক দের আশা পরিণত হলো নিরাশায়

 

বাংলাহান্ট ডেস্ক: জাতীয় দলের জার্সিতে এবারও পরাজয় লিওনেল মেসির। গত ২রা জুলাই ছিল এই ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী ৩রা জুলাই দেখা গেছে এই ম্যাচের লাইভ খেলা।

 

গত বছর ফাইনাল খেলেছিল এই দল, এবার সেমি ফাইনাল থেকেই বিদায় নিতে হলো মেসি কে।

IMG 20190703 WA0012

টীম আগের তুলনায় ভালো হলেও আর্জেন্টিনার ডিফেন্স ভেঙে ২-০ তে জিতে সাম্বায় মাতলেন ব্রাজিল ফুটবলাররা।

সম্পর্কিত খবর