আজ বিশ্বকাপ অভিযান শুরু মেসির আর্জেন্টিনার, মাঠে নামবেন লেওয়ানডোস্কি, এমবাপ্পেরাও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবসান ঘটতে চলেছে আর্জেন্টাইন ভক্তদের অপেক্ষার। আজ গ্রুপ সি-এর প্রথম ম্যাচে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ হিসেবে থাকছে খাতায়-কলমে অনেক দুর্বল সৌদি আরব। গ্রুপের বাকি দুটি দল পোল্যান্ড এবং মেক্সিকো বড় দলের বিরুদ্ধে অঘটন ঘটানোর ক্ষমতা রাখে। তাই আজকের ম্যাচে বিশাল ব্যবধানে জিতে সেই অঘটন ঘটানোর আর কোনও সুযোগই রাখতে চায় না লিওনেল স্কালোনির দল।

প্রথম ম্যাচে নামার আগে চোট আঘাতে কিছুটা জর্জরিত হলেও সৌদি আরবের মত দলের বিরুদ্ধে সেটা কোন সমস্যাই হয়ে দাঁড়াতে পারেন আর্জেন্টিনার জন্য। সেটা ভালো করেই জানেন সৌদি আরবের দলে গত তিন বছর কোচিংয়ের দায়িত্ব থাকা ফরাসি কোচ হারভ রেনার্ড। তাই মাঠে নামার আগে তার গলায় প্রতিপক্ষের জন্য অনেকটা সম্মান দেখা গেল।

সৌদি আরবের কোচ বলেছেন, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি এই প্রজন্মের বিশ্বের সেরা দুজন ফুটবলার। তারা দুজনে ফুটবল খেলাটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। সেই জন্য তাদেরকে ধন্যবাদ তবে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করব। ফুটবলে অনেক সময়ই অলৌকিক ঘটনা ঘটে। আমাদের নিজেদের সম্পূর্ণ প্রস্তুত রাখতে হবে, শুধুমাত্র আর্জেন্টিনা ম্যাচের জন্য নয় গ্রুপের তিনটা ম্যাচের জন্যই।

অপরদিকে আজ খুব সম্ভবত ডি মারিয়া, মেসি এবং লাউতারো মার্টিনেজকে নিয়ে নিজের আক্রমনকে সাজাতে পারেন লিওনেল স্কালোনি। মাঝমাঠে থাকবে পাপু গোমেজ, রদ্রিগো দি পল এবং লিয়াড্রো প্যারাদেশ। ডিফেন্সে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা তরুণ ডিফেন্ডার লিজান্দ্রো মার্টিনেজকে হয়তো প্রথম একাদশে পাওয়া যাবে না। অভিজ্ঞ ওটামেন্ডি এবং রোমেরোকে দিয়েই ডিফেন্স সাজাবেন কোচ। গোলরক্ষক হিসেবে থাকবেন গত বছর কোপা আমেরিকায় সেরা গোলকিপারের সম্মান পাওয়া এমিলিয়ানো মার্টিনেজ। ভারতীয় সময় দুপুর ৩.৩০ নাগাদ মাঠে নামবেন তারা

এছাড়াও আজকের দ্বিতীয় ম্যাচে ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ নাগাদ ওই গ্রুপের বাকি দুই দল মেক্সিকো এবং পোল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। লেওয়ানডোস্কি ও গ্যারোমা ওঁচোয়ার দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশ্ব। এই ম্যাচটি থেকেই নির্ধারিত হতে পারে যে আর্জেন্টিনার পরে দ্বিতীয় দল হিসেবে কারা নকআউট পর্যায়ে পৌঁছবে। তাদের পরে ৯.৩০ নাগাদ ক্রিশ্চিয়ান এরিকসনের ডেনমার্ক মুখোমুখি হবে তিউনেসিয়ার। এরপর ভারতীয় সময় ১২.৩০ নাগাদ গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং চোট আঘাতে জর্জরিত ফ্রান্স মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। চোটের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাইনি গতবারের চ্যাম্পিয়নরা। তা সত্ত্বেও তাদের স্কোয়াড যথেষ্ট শক্তিশালী। কিন্তু চলতি বছরে আটটি ম্যাচ খেলে তার মধ্যে মাত্র তিনটিতে জিততে পেরেছে কিলিয়ান এমবাপ্পেরা। ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা গ্রুপপর্ব থেকেই তার পরের বিশ্বকাপগুলিতে ছিটকে গিয়েছিল। এই ধারা যে নেহাতে কাকতালীয় ছিল সেটা প্রমাণ করার লক্ষ্য নেই আজ মাঠে নামবে দিদিয়ের দেশঁ-র দল।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর