বাংলাহান্ট ডেস্কঃ ৮৩ জন যাত্রীসহ আফগানিস্তানে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান৷ স্থানীয় সময় দুপুর ১ টা ১০ নাগাদ কাবুলের দক্ষিণ পশ্চিমে দে ইয়াক জেলার সাদো এলাকায় ভেঙে পড়ে বিমানটি৷ ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমান এখনো পর্যন্ত সঠিক ভাবে নির্ধারিত হয়নি ।
জানা যাচ্ছে,৮৩ জন যাত্রী নিয়ে আরিয়ানা এয়ারলাইন্সের ৩৫৮ নং বিমানটি আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল। দুপুর ১ টা ১০ নাগাদ তালিবান প্রভাবিত কাবুলের দক্ষিণ পশ্চিমে দে ইয়াক জেলার সাদো এলাকায় ভেঙে পড়ে বিমানটি। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে বিমানটি যখন ভেঙে পড়ে তখন তা থেকে কালো ধোঁয়া ও আগুন নির্গত হচ্ছিল।
উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, পৌঁছে গিয়েছে আফগানিস্তানের স্পেশ্যাল ফোর্সের কর্মীরা। বেশ কিছু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গাজনি গভর্নর আরেফ নুরি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘একটি বোয়িং প্লেন যেটি আরিয়ানা আফগান এয়ারলাইনের সেটি ভেঙে পড়ে সাদো খেল এলাকায়৷ যা ইয়াক জেলার গাজনি প্রভিন্সের পাশে৷ ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় ১ টা ১০ মিনিট নাগাদ৷ তবে এখনও জানা যায়নি বিমানটি মিলিটারি না বাণিজ্যিক৷’
ঘটনার কথা অস্বীকার করেছে আরিয়ানা এয়ারলাইন্স। তারা নিউজ এজেন্সি রয়টার্সের কাছে দাবি করেছে, ‘যে বিমানটি ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে সো আরিয়ানা এয়ারলাইন্সের নয়৷ এদিন আরিয়ানা এয়ারলাইন্সের দু’টি বিমান হেরাত থেকে ছেড়েছে৷ একটি হেরাত থেকে কাবুল অপরটি হেরাত থেকে দিল্লি৷ দু’টো বিমানই নিরাপদে রয়েছ৷’