অরিজিৎ-প্রীতম থেকে গৌরব তপাদার, জাতীয় স্তরে বাঙালির জয়, বিরাট চমক দিল ২০২৪ এর রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক : সময় বদলাচ্ছে, মানুষের পছন্দ অপছন্দও বদলাচ্ছে ঠিকই, কিন্তু বলিউডি গানের প্রতি শ্রোতাদের আগ্রহ, ভালোবাসায় বিশেষ কোনো বদল আসেনি। আর বলিউডি তথা ভারতীয় সঙ্গীতের কথা বললে সেখানে বাঙালিদের (Arijit Singh) সুস্পষ্ট আধিপত্যের কথা না বললেই নয়। এই মুহূর্তে দেশের সঙ্গীত জগতের শীর্ষে যে সমস্ত শিল্পীরা রয়েছেন, যাঁদের শুনতে মানুষ পছন্দ করেন, সেই তালিকাতেও রয়েছে অরিজিৎ সিং (Arijit Singh), প্রীতমদের মতো বাঙালি শিল্পীর নাম।

২০২৪ এ রাজত্ব করলেন অরিজিৎ (Arijit Singh)

২০২৪ কে বিদায় জানিয়ে আমরা ২০২৫ এ পা রেখেছি। সারা বছর ধরে কোন শিল্পী সঙ্গীত জগতে নিজের স্থান, বজায় রাখল, কাকে শ্রোতারা বেশি শুনলেন, বছরের শেষে তারই একটা রিপোর্ট প্রকাশিত হয়। আর স্পটিফাই এর ২০২৪ এর রিপোর্টে এটা আবারও স্পষ্ট হয়ে গেল, সঙ্গীত জগতে বাঙালিদের জৌলুস আজো অম্লান।

Arijit singh and other bengali artist remained on top

দাপট ধরে রাখলেন বাঙালিরা: স্পটিফাই ‘ব়্যাপড ২০২৪’ রিপোর্টে দেখা গেল, সমস্ত ভারতীয় এবং আন্তর্জাতিক শিল্পীদের টপকে অরিজিৎ সিং (Arijit Singh) রয়েছেন তালিকার শীর্ষে। এই নিয়ে চতুর্থ বছর ধরে ভারতের ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট’ এর তকমা ছিনিয়ে নিলেন তিনি। পিছিয়ে নেই জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতমও। কয়েক দশক ধরে বলিউডে বাঙালির গৌরবকে অক্ষুন্ন রেখেছেন তিনি। এখনও যে তাঁর ‘জলওয়া’ এতটুকুও কমেনি তা প্রমাণ হল আবারও।

আরো পড়ুন : কাটল অচলাবস্থা, শুরু হচ্ছে থমকে যাওয়া নতুন মেগার শুটিং, কবে থেকে?

কোন গানগুলি থাকল টপে: গত বছর শ্রোতাদের মধ্যে পঞ্জাবি গানের বেশি প্রভাব দেখা গিয়েছে। দিলজিৎ দোসাঞ্জ, করণের মতো শিল্পীদের পাশাপাশি অনুভ জৈন, দর্শন রাভালের মতো গায়করাও জায়গা করে নিয়েছেন রিপোর্টে। অন্যদিকে ‘অ্যানিম্যাল’, ‘কবীর সিং’ এর মতো নতুন ছবির অ্যালবামের পাশাপাশি ‘আশিকি ২’ এর মতো পুরনো অথচ ব্লকবাস্টার হিট ছবির অ্যালবাম এখনো বজায় রেখেছে জনপ্রিয়তা।

আরো পড়ুন : শুরুর আগেই বিরাট সিদ্ধান্ত চ্যানেলের, আমূল বদলে গেল জি এর আসন্ন মেগা!

শুধু গান নয়, স্পটিফাই ‘ব়্যাপড ২০২৪’ এ বিভিন্ন পডকাস্ট শোও জায়গা করে নিয়েছে। রণবীর আল্লাহবাদিয়া, রাজ শামানি, প্রবীণ এর পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছেন জনপ্রিয় বাঙালি কনটেন্ট ক্রিয়েটর তথা ইউটিউবার গৌরব তপাদার। সব মিলিয়ে ২০২৪ এ সঙ্গীত এবং পডকাস্টে বাঙালিরা তাঁদের ছাপ বজায় রাখতে সক্ষম হয়েছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর