বাংলাহান্ট ডেস্ক: সবে মাত্র তিন চার দিন হয়েছে কলকাতায় শো করে গিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। শহরবাসী এখনো সুরের নেশায় আচ্ছন্ন হয়ে রয়েছেন। তার মধ্যেই কলকাতাবাসীর জন্য বিশেষ বার্তা দিলেন অরিজিৎ। করজোড়ে ক্ষমা চেয়ে নিলেন প্রিয় শহরের কাছে। কিন্তু কেন?
গত ১৮ ফেব্রুয়ারি ওয়ান নাইট ওনলি ট্যুরে কলকাতায় শো করতে এসেছিলেন অরিজিৎ। প্রথমে ইকো পার্কে শো হওয়ার কথা থাকলেও শেষমেষ তা বাতিল হয়ে যায়। অনেক বিতর্কের পর অ্যাকোয়াটিকায় শো হওয়ার কথা ঘোষণা করা হয়। অরিজিতের শো মানেই বিপুল পরিমাণে জনসমাগম। অ্যাকোয়াটিকায় স্থান সংকুলান করা যাবে কিনা সেটাই ছিল সবথেকে বড় প্রশ্ন।
উপরন্তু এই জনতার ভিড় সামলে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করাটাও চ্যালেঞ্জ ছিল কলকাতা পুলিস এবং বিধাননগর পুলিসের কাছে। কতটা সফল হল অনুষ্ঠান? উত্তর এল খোদ অরিজিতের কাছ থেকে। আর তাতেই বারংবার কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন গায়ক।
এদিনের বেশ কিছু ছবি শেয়ার করে অরিজিৎ লিখলেন, ‘কলকাতা, আমি ক্ষমা চাইছি কারণ আপনাদের প্রায় ১ কিমি দূরে গাড়ি পার্ক করে ভেন্যুতে আসতে হয়েছে (কারণ টোটো রিকশা ভিড় সামলাতে পারছিল না)। আমি ক্ষমা চাইছি, আপনাদের অস্বাস্থ্যকর পরিবেশ এবং মশার কামড় সহ্য করতে হল’।
পাশাপাশি কিছু ভলান্টিয়ারদের দুর্ব্যবহার এবং সহায়তা না করার জন্যও নিজে ক্ষমা চেয়ে নেন অরিজিৎ। সবশেষে তিনি বাংলায় লেখেন, ‘তাও যেভাবে আপনারা আমাকে ভালবাসা দিলেন তার জন্য আমি আপ্লুত। আমার হৃদয়জোড়া ভালবাসা! আমি চেষ্টা করব পরের বার এর থেকে বেশি ভাল অভিজ্ঞতা যেন দিতে পারি। সবাই ভাল থেকো’।
অরিজিতের আন্তরিক বার্তায় গলে জল নেটিজেনরা। কেউ লিখেছেন, এই জন্যই এই মানুষটাকে এত ভাল লাগে। এত বড় মাপের তারকা হয়েও তিনি কতটা নম্র, কতটা মাটির কাছাকাছি থাকেন, এটা তারই প্রমাণ। গান দিয়ে তো অবশ্যই, নিজের ব্যবহার দিয়েও বারবার মানুষের মন জয় করেন অরিজিৎ।