ইলা অরুণের বকুনিতে কান্নায় ভেঙে পড়েছিলেন, আজ নিজের গানে গোটা বলিউড কাঁপাচ্ছেন অরিজিৎ সিং

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বলিউডের (bollywood) প্রথম সারির চরম জনপ্রিয় গায়কদের মধ‍্যে নিঃসন্দেহে প্রথম দিকে জায়গা করে নেবেন অরিজিৎ সিং (arijit singh)। অসাধারন গানের গলার জাদুতে কোটি কোটি মানুষকে নিজের ‘দিওয়ানা’ করে দিয়েছেন তিনি। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ‍্য গুণমুগ্ধ ভক্ত।

শুধুমাত্র নিজের সুমধুর কণ্ঠ দিয়েই নয়, নম্র ও ভদ্র ব‍্যবহারেও সকলের মন জিতে নিয়েছেন অরিজিৎ। এত বড় মাপের একজন তারকা হয়েও সরল সাদাসিধে ব‍্যবহারই আরও জনপ্রিয় করে তুলেছে তাঁকে। তবে এই মুহূর্তে অরিজিতের যে এত খ‍্যাতি তা কিন্তু অত সহজে আসেনি। বলা ভাল একেবারে শূন‍্য থেকে উঠে এসেছেন তিনি।

664072 arijit singh
আজ অরিজিতের ৩৪ তম জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর শুরুর দিনগুলি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ। প্রথমে ‘ফেম গুরুকুল’ নামে একটি রিয়েলিটি শো তে অংশগ্রহণ করেন অরিজিৎ। কিন্তু বিজয়ী হতে পারেননি তিনি। বরং ষষ্ঠ স্থান পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন অরিজিৎ।

আজ অরিজিতের জন্মদিন উপলক্ষে ফেম গুরুকুলের একটি পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে। সেখানে রিয়েলিটি শো তে শিক্ষিকা ইলা অরুণের কাছে বকা খেতে দেখা যাচ্ছে তরুণ অরিজিৎকে। ইলা অরুণের কথা শুনে চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। এমনকি তাঁর ঘর থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন অরিজিৎ। এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

ফেম গুরুকুলে ষষ্ঠ স্থান পেয়েছিলেন অরিজিৎ। এই শো থেকে বেরোনোর বেশ কয়েক বছর পর ভাগ‍্যের চাকা ঘোরে অরিজিতের। প্রীতমের সহকারী হিসাবে কাজ করতে শুরু করেন তিনি। ২০১০ এ মার্ডার টু ছবিতে অরিজিতের গাওয়া ‘ফির মহব্বত’ গানটি তাঁকে খ‍্যাতি এনে দেয়। সেই শুরু। এখন বলিউডের অন‍্যতম জনপ্রিয় ও সফল গায়কদের মধ‍্যে একজন অরিজিৎ সিং।

Niranjana Nag

সম্পর্কিত খবর