গানের পাশাপাশি এবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন অরিজিৎ সিং! জিয়াগঞ্জে উদ্বোধন করলেন বিশ্বমানের পিচ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অরিজিৎ সিং-এর (Arijit Singh) গানের ভক্ত নন এমন মানুষ খুঁজলেও পাওয়া খুব মুশকিল। নিজের সুরের মূর্ছনায় শ্রোতাদের এক মায়ালোকে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই গায়ক। বলিউড থেকে টলিউড তার কদর সর্বত্র। দশ জন মানুষের মধ্যে খুঁজলে তাদের ছয়জনের মোবাইল ফোনেরই কলার টিউনে বা রিংটোনে থাকবে অরিজিৎ সিং-এর গান। গত কয়েক বছরে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়কে পরিণত করেছেন তিনি।

এখনও অরিজিৎ সিং নিজের পা মাটিতে রেখেই চলতেই পছন্দ করেন। সাধারণত তাকে খুব একটা বিলাসবহুল জীবনযাপন করতে দেখা যায় না। কাজ না থাকলে নিজের জিয়াগঞ্জের বাড়িতে সাধারণ জীবন যাপন করে থাকেন তিনি। তার এই ‘ডাউন টু আর্থ স্বভাব’ তার ভক্তদের কাছ থেকে আরও শ্রদ্ধা আদায় করে নেয়। তবে এবার তিনি শিরোনামে এলেন সম্পূর্ণ অন্য একটি কারণে।

arijitsingh002

জিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন স্কুল ‘রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের’ মাঠ এখন মুখ ঢেকেছে সবুজ গালিচায়। এই মাঠ তৈরির কাজ শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগে। মুর্শিদাবাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের প্রশিক্ষণ নিতে যাতে অসুবিধা না হয় সেই কারণেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। আর সম্প্রতি এই মাঠের ভূমি পূজা করে পিচ উদ্বোধন করেছেন গায়ক অরিজিৎ সিং।

এখনও পর্যন্ত পাওয়া খবর থেকে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক মানের কিউরেটরের উপস্থিতিতে নাকি এই মাঠের আউট ফিল্ড তৈরি করা হয়েছিল। ফিফার শিক্ষাপ্রাপ্ত কিউরেটর শঙ্কর ধরের উপস্থিতিতে এবার এই মাঠের ২২ গজের তৈরির কাজ শুরু হয়েছে। তিনি ফুটবল মাঠ তৈরি করার পাশাপাশি রাজ্যের প্রয়োজনে বিভিন্ন প্রান্তে ক্রিকেট মাঠও নির্মাণ করে থাকেন।

এই কাজ প্রসঙ্গে শঙ্করবাবু জানিয়েছেন যে সিএবি-এর নির্দেশিকা অনুযায়ী এই মাঠ প্রস্তুত করা হচ্ছে। এই কাজের তত্ত্বাবধানে ছিলেন সুজন মুখোপাধ্যায়। এই মাঠে মোট ৫টি আন্তর্জাতিক মানের পিচ নির্মাণ করা হবে। এখানে জেলার ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং এই উদ্যোগে অরিজিৎ সিং-এর পাশাপাশি রাজ্য ও জাতীয় স্তরের বহু প্রাক্তন ক্রিকেটার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর