গায়ের পোশাক খুলে ছুঁড়ে মারলেন অরিজিৎ-র দিকে, মহিলা ভক্তের কাণ্ড দেখে ‘থ’ গায়ক

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ভক্তমহলে উন্মাদনা সৃষ্টি করার জন্য ‘অরিজিৎ সিং’ (Arijit Singh) নামটুকুই যথেষ্ট। বাংলার বুকে বেড়ে ওঠা গায়ককে ঘিরে ভক্তদের আগ্রহ বহু পুরনো। যদিও অরিজিৎ কিন্তু যেমন ছিলেন তেমনটাই আছেন। জিয়াগঞ্জের এই ছেলেটা তার গান আর পরিবারকে নিয়ে থাকতেই বেশি ভালোবাসেন। না তিনি মিডিয়া লাইমলাইটে থাকতে ভালোবাসেন।

অবশ্য তার এই সাদামাটা জীবনযাপনই তার অপর এক ইউএসপি। এখন তো তার নাম শুনলেই লোকে তাকে দেখতে ছোটে। লাখ টাকার টিকিট কেটেও ভক্তরা তার কনসার্ট দেখতে ভিড় করেন। আর এরকম একজন সেলিব্রেটির অটোগ্রাফ পেলে তো সোনায় সোহাগা। আর এবার তার অটোগ্রাফ নিয়েই ঘটে গেল তুলকালাম কাণ্ড।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একটি অটোগ্রাফের জন্য অরিজিৎ-র দিকে নিজের গায়ের টপটাই খুলে ছুঁড়ে দিলেন। মহিলা ভক্তের এই কাণ্ডে রীতিমত লজ্জায় পড়ে যান গায়ক। বিষয়টি যে লজ্জাজনক সেকথা বলাই বাহুল্য। কেউ যে কোনও তারকার জন্য এতটা পাগলামি করতে পারে সেটা ভাবনারও অতীত।

সূত্রের খবর, এই কনসার্টটি ছিল নেপালে। সেখানে অরিজিৎ-র গান শোনার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করেছিলেন। কনসার্টের উন্মাদনা যখন তুঙ্গে তখনই এক মহিলা ভক্ত নিজের উর্ধাঙ্গের পোশাক খুলে ছুঁড়ে দেন অরিজিৎ-র দিকে। সেই পোশাকের উপর একটা অটোগ্রাফ দেওয়ার আবেদন জানান ঐ ভক্ত।

 

View this post on Instagram

 

A post shared by ARIJITIAN FANS (@arijitianfans)

প্রথমে টপটি থেকে রীতিমত লজ্জায় পড়ে যান অরিজিৎ। যদিও লজ্জা কাটিয়ে মহিলা ভক্তের ট্যাঙ্ক টপে সই তিনি করে দেন। অটোগ্রাফ করা টপটি ফিরিয়ে দেন মহিলা ভক্তের হাতে। সম্প্রতি সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কেউ তাতে হাসির ইমোজি দিচ্ছে তো কেউ বলছে, ‘সই করার জন্য ভদ্রস্থ কিছু একটা দিতে পারল না?’ তবে সবে মিলিয়ে ভক্তরা ভালোই মজা নিচ্ছে।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X