কলকাতার শোতে চরম বিশৃঙ্খলা, রাজ্যে আবারো অনুষ্ঠানের আয়োজন অরিজিতের

বাংলাহান্ট ডেস্ক: গত ১৮ ফেব্রুয়ারি অ্যাকোয়াটিকায় অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট মিস করে গিয়েছেন? অতিরিক্ত চাহিদার কারণে টিকিটই হাতে পাননি? সোশ্যাল মিডিয়ায় শোয়ের ভিডিও দেখে আর হা হুতাশ করতে হবে না। রয়েছে দারুণ এক সুখবর। কলকাতায় শোয়ের পর এ রাজ্যেই আবারো গানের অনুষ্ঠান করতে চলেছেন অরিজিৎ।

ওয়ান নাইট ওনলি ট্যুরে বিভিন্ন শহর, বিভিন্ন দেশে গিয়ে অনুষ্ঠান করছেন অরিজিৎ। দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে শো করছেন তিনি। গত ১৮ ফেব্রুয়ারি অ্যাকোয়াটিকায় ছিল তাঁর কনসার্ট। অনেক তর্ক বিতর্কের পর ঠিক হয় এই ভেন্যু। তাও আবার অনুষ্ঠানের ব্যবস্থাপনাতেও ছিল খুঁত।

arijit

এ বিষয়ে অরিজিৎ নিজেও মুখ খুলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্টে নিজে ক্ষমা চেয়ে নিয়েছিলেন কলকাতাবাসীর কাছে। সেখানেই শোয়ের ব্যবস্থাপনা নিয়ে কিছুটা ক্ষোভের আভাস মিলেছিল তাঁর লেখায়। অস্বাস্থ্যকর পরিবেশ এবং মশার কামড় সহ্য করার পাশাপাশি কিছু ভলান্টিয়ারদের দুর্ব্যবহার এবং সহায়তা না করার জন্যও নিজে ক্ষমা চেয়ে নেন অরিজিৎ।

এবার জানা গেল, আরো একবার অরিজিতের শো হতে চলেছে রাজ্যে। এই প্রথম বার উত্তরবঙ্গে গায়কের কনসার্ট হতে চলেছে। আগামী ২ রা এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আসছেন অরিজিৎ। তবে শুধু শিলিগুড়ি নয়, দার্জিলিং, কালিম্পং থেকেও অনুষ্ঠানে আসবেন প্রচুর দর্শক। অনুষ্ঠানের আয়োজকদের তরফে জানানো হয়েছে, যেহেতু উত্তরবঙ্গে এই প্রথম অরিজিতের শো হতে চলেছে, তাই কলকাতার থেকেও এই শোতে টিকিটের চাহিদা বেশি।

এদিকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দর্শক আসন ২০ হাজার। টিকিটের দামও কলকাতার থেকে অনেকটাই কমিয়ে রাখা হয়েছে। জানা গিয়েছে, শিলিগুড়ির শোয়ের টিকিটের দাম শুরু হচ্ছে ১৫০০ টাকা থেকে। সর্বোচ্চ দাম রাখা হচ্ছে ৪৯ হাজার টাকা পর্যন্ত। তবে আয়োজকদের তরফে জানানো হয়েছে, বাড়তি চাহিদার কথা মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর