বাংলাহান্ট ডেস্ক: নতুন বছর পড়লেই কলকাতায় অরিজিৎ সিং (Arijit Singh) এর অনুষ্ঠান। ওয়ান নাইট ওনলি ট্যুর শুরু করেছেন বলিউড গায়ক। বিভিন্ন রাজ্য, শহর ঘুরে ঘুরে গানের অনুষ্ঠান করছেন অরিজিৎ। ইতিমধ্যেই একাধিক শহরে কনসার্ট নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কখনো টিকিটের দাম, কখনো বা অতিরিক্ত জনসমাগমে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এবার কলকাতার আসন্ন শো নিয়েও শুরু হল বিতর্ক।
আগামী বছর ফেব্রুয়ারি মাসে ইকো পার্কে শো করার কথা রয়েছে অরিজিতের। কয়েক মাস আগে থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, ইকো পার্কে নাকি শো বাতিল করা হতে পারে। অরিজিতের আসন্ন শো নিয়ে অনিশ্চয়তার খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে মিমে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অরিজিতের ‘গেরুয়া’ গানটি গাওয়া নিয়ে ঠাট্টা, মশকরায় মেতেছিল নেটিজেনদের একাংশ। এমনকি কটাক্ষ করা হয়েছিল বিজেপির তরফেও। এবার ইকো পার্কে শো বাতিল করার খবরে ফের শুরু হয়েছে মিমের ঝড়।
অনেকে মজা করে বলছেন, গেরুয়া গাওয়ার ফল এবার ভোগ করছেন অরিজিৎ। শো-ই বাতিল করে দেওয়া হল। মিম, ঠাট্টা তো চলতেই থাকবে। কিন্তু আসলে কী কারণে বাতিল হতে চলেছে শো? আসলে সূত্রের খবর অনুযায়ী, অরিজিতের অনুষ্ঠানের জন্য ইকো পার্কে জায়গা বুক করার জন্য অগ্রিম টাকা আয়োজক সংস্থাকে ফিরিয়ে দেওয়া হয়েছে হিডকোর তরফে।
জানা যাচ্ছে, হিডকোর তরফে জানানো হয়েছে যে ইকো পার্কে এর আগে যতগুলো বড় মাপের অনুষ্ঠান হয়েছে প্রতিটিতেই ইকো পার্কের ক্ষতি হয়েছে। তাছাড়া অরিজিতের শোতে একটা বড় সংখ্যায় জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য পর্যাপ্ত জায়গা ইকো পার্কে নেই। যে কারণে ঝুঁকি সামলাতে হবে ইকো পার্ক কর্তৃপক্ষ এবং প্রশাসনকে।
ইকোর বদলে নিকো পার্ক, অ্যাকোয়াটিকা, মিলন মেলা প্রাঙ্গনের মতো জায়গায় শো করার কথা ভাবা হচ্ছে বলে খবর। ইতিমধ্যেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমতাবস্থায় শো নিয়ে অনিশ্চয়তা চিন্তায় ফেলেছে অরিজিৎ ভক্তদের। তবে এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।