বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং (Arijit Singh)। সোনু নিগম, কেকে, শান পরবর্তী প্রজন্মের সবথেকে জনপ্রিয় পুরুষ গায়কদের মধ্যে অরিজিতের নামটাই যে সবার আগে আসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই কারোর। তাঁর সুমধুর কণ্ঠের ভক্ত সমস্ত বয়সের শ্রোতারা। যেকোনো ধরণের গানের জন্যই সঙ্গীত পরিচালকদের প্রথম পছন্দ অরিজিৎ।
আজ তিনি মিউজিক ইন্ডাস্ট্রির চূড়ায় বসে রয়েছেন। বিপুল ঐশ্বর্য থেকে খ্যাতি, সম্মান কোনো কিছুরই অভাব নেই অরিজিতের। কিন্তু এত সাফল্য সহজে পাননি তিনি। মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন অরিজিৎ। যথেষ্ট খেটে, ব্যর্থতার মুখ দেখে তারপরে এই উচ্চতায় উঠেছেন তিনি।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’এ অংশ নিয়েছিলেন অরিজিৎ। তখন তিনি তরুণ। অথচ সে সময়েই তাঁর সুরেলা কণ্ঠ মুগ্ধ করে দিয়েছিল দর্শকদের। কিন্তু দর্শকরা পছন্দ করলেও বিচারকদের প্রসন্ন করতে পারেননি অরিজিৎ। গায়কের ফ্যানপেজ থেকে একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রিয়েলিটি শোতে তাঁর কিছু মুহূর্ত উঠেছে।
মঞ্চে তরুণ অরিজিতের গান থেকে সহ প্রতিযোগীদের সঙ্গে হাসিমজা, নাচানাচির ঝলক দেখা গিয়েছে ভিডিওতে। গায়কের কম বয়সের মিষ্টি হাসি মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। আবার ওই ভিডিওতেই অরিজিৎকে বলতে শোনা যায়, ‘ভাল গেয়েও কোনো লাভ হচ্ছে না’।
জানিয়ে রাখি, ফেম গুরুকুলে বিজয়ী হতে পারেননি অরিজিৎ। এমনকি শিক্ষিকা ইলা অরুণের কাছে তাঁর বকা খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। কান্নায় ভেঙে পড়েছিলেন অরিজিৎ। ষষ্ঠ স্থানে থেকে বেরিয়ে যেতে হয় তাঁকে। শো জেতেন কাজি তৌকির এবং রূপরেখা ব্যানার্জি। যদিও দুজনেই পরবর্তীকালে হারিয়ে যান ইন্ডাস্ট্রিতে।
অন্যদিকে অরিজিৎ আরো একটি রিয়েলিটি শোতে অংশ নেন। তাঁর প্রথম বড় ব্রেক ২০১০ সালে ‘মার্ডার’ ছবিতে ‘ফির মহব্বত’ গানটি। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে। একের পর এক সুপারহিট গান গেয়ে নিজের ভাগ্য নিজেই গড়েছেন তিনি।