বাংলাহান্ট ডেস্ক: সঙ্গীতপ্রেমী হন বা না হন, অরিজিৎ সিংকে (Arijit Singh) পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজলেও মিলবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। সঙ্গীতশিল্পী হলেও তাঁর সাধারণ জীবনযাত্রা, জীবনের লক্ষ্য, আচার ব্যবহার এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে এমনিতে অরিজিৎ খুবই অন্তর্মুখী একজন মানুষ। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন তিনি।
আর পাঁচজন তারকার মতো সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যাপারে বেশি কিছু পাওয়া যায় না। শুধুমাত্র নিজের কাজ, গান, কনসার্টের খবরাখবর, আসন্ন কাজ এসব নিয়েই পোস্ট করেন অরিজিৎ। এমন অনেকেই আছেন যারা তাঁর স্ত্রীকে পর্যন্ত চেনেন না। কোয়েল যে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী সেটা জানেন না অনেকেই।
হ্যাঁ, শোনা যায় অরিজিৎ দুবার বিয়ে করেছেন। নেট মাধ্যমে এ নিয়ে একাধিক তথ্য পাওয়া যায়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ প্রথম ক্যামেরার সামনে আসেন ফেম গুরুকুল রিয়েলিটি শোয়ের মাধ্যমে। কিন্তু সেই শো জিততে পারেননি তিনি। এরপর আরো কিছু রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর সঙ্গীত পরিচালকের প্রীতমের হাত ধরে প্রথম বড় ব্রেক পান অরিজিৎ।
শোনা যায়, জনপ্রিয়তা পাওয়ার পর ফেম গুরুকুলের বিজয়ী রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু সেটা ছিল আইনি বিয়ে। কয়েক মাসেই ভেঙে যায় তা। যদিও বছর কয়েক আগে রূপরেখা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, তিনি অরিজিতের প্রথম স্ত্রী নন। আরেকটি সূত্র মারফত জানা যায়, পরিবারের তরফে মুর্শিদাবাদের বাসিন্দা এক মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল অরিজিতের। কিন্তু তা ভেঙে যায়। তাঁদের মধ্যে আর কোনো রকম যোগাযোগ নেই। যদিও এই তথ্য কতটা সঠিক তা নিয়ে সন্দেহ রয়েছে।
অরিজিতের দ্বিতীয় স্ত্রী কোয়েল রায় তাঁর ছোটবেলার বান্ধবী। শোনা যায় একই স্কুলে পড়তেন তাঁরা। বিয়ের প্রস্তাবটা অরিজিৎই প্রথম দিয়েছিলেন। ২০১৪ সালে তারাপীঠে গিয়ে দুজনে বিয়ে করেন বলে শোনা যায়। কোয়েলেরও নাকি আগে একবার বিয়ে হয়েছিল। এক সন্তানও রয়েছে তাঁর। প্রচার এড়িয়ে চললেও প্রায়ই অরিজিতের সঙ্গে লেন্সবন্দি হন তাঁর স্ত্রী।