এখনো কাটেনি মায়ের মৃত‍্যুশোক, মুর্শিদাবাদের করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে এলেন মানবিক অরিজিৎ

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কদিন আগেই মাকে হারিয়েছেন অরিজিৎ সিং (arijit singh)। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর মৃত‍্যুর কাছে হার মানেন তিনি। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই মুর্শিদাবাদের পাশে দাঁড়ালেন অরিজিৎ। করোনা রোগীদের চিকিৎসার কথা চিন্তা করেই এই উদ‍্যোগ নিয়েছেন তিনি। আর যাতে কাউকে বিনা চিকিৎসায় মরতে না হয় সেকথা ভেবেই ব‍্যবস্থা নিয়েছেন অরিজিৎ।

মুর্শিদাবাদ জেলা স্বাস্থ‍্য দফতরকে পাঁচটি হাই ফ্লো ন‍্যাজাল অক্সিজেন থেরাপি মেশিন দান করেছেন গায়ক। জিয়াগঞ্জের ধৃতী ফাউন্ডেশনের মাধ‍্যমে জেলার মুখ‍্য স্বাস্থ‍্য আধিকারিক চিকিৎসক প্রশান্ত বিশ্বাসের হাতে এই মেশিনগুলি তুলে দেন অরিজিৎ। গায়কের এই মহৎ উদ‍্যোগের জন‍্য তাঁকে ধন‍্যবাদ জানিয়েছেন মুখ‍্য স্বাস্থ‍্য আধিকারিক।

664072 arijit singh
মাত্র কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন অরিজিতের মা অদিতি সিং। দীর্ঘ দু সপ্তাহের বেশি দিন হাসপাতালে যমে মানুষে লড়াইয়ের পর হার মানেন তিনি। মাত্র ৫২ বছর বয়সে চিরঘুমে চলে গেলেন অরিজিতের মা। তাঁর অকাল প্রয়াণে শোকবিহ্বল গোটা পরিবার।

শহরের এক বেসরকারি হাসপাতালে বুধবার রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। জানা গিয়েছে, সেরিব্রাল স্ট্রোকে মৃত‍্যু হয়েছে তাঁর। গত ১৭ মে করোনা নেগেটিভ রিপোর্টও এসে গিয়েছিল। কিন্তু শেষরক্ষা আর হল কই। শোক সংবাদে বিমর্ষ অরিজিতের অনুরাগীরাও। সান্ত্বনা বার্তা দিয়েছে তারা গায়ককে।

করোনা আক্রান্ত হয়ে প্রথমে বহরমপুরের মাতৃসদনে ভর্তি হয়েছিলেন অদিতি সিং। পরে অবস্থার অবনতি হয় তাঁর। কলকাতার ওই বেসরকারি হাসপাতালে তাঁকে এনে ভর্তি করা হয়। একমো সাপোর্টে ছিলেন তিনি। বিষয়টা প্রকাশ‍্যে আসে রক্ত চেয়ে একটি পোস্টের পর। সুদেষ্ণা গুহ নামে এক স্বেচ্ছাসেবী অরিজিতের মায়ের জন‍্য এ নেগেটিভ রক্তের খোঁজ চেয়ে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেন। রক্ত পেয়েও গিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর