বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলার শোকের পরিবেশেই সোমবার আয়োজিত হল পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে এদিন পদ্ম পুরস্কার ওঠে অরিজিৎ সিং (Arijit Singh) থেকে অজিত কুমার, নন্দমুরি বালাকৃষ্ণ, শেখর কাপুরের মতো তারকাদের হাতে। মরণোত্তর পুরস্কারে সম্মানিত করা হয় প্রয়াত গজল শিল্পী পঙ্কজ উধাসকে।
পদ্মশ্রী পেলেন অরিজিৎ সিং (Arijit Singh)
বিনোদুনিয়ার একাধিক তারকা পদ্ম সম্মানে সম্মানিত হন এদিন। অরিজিৎ সিং (Arijit Singh) এর হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পদ্মশ্রী পেয়েছেন রিকি কেজ। অন্যদিকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয় নন্দমুরি বালাকৃষ্ণ, অজিত কুমারদের। শেখর কাপুর এবং শোভনাও পেয়েছেন পদ্মভূষণ।
কে কে পেলেন পদ্ম পুরস্কার: এদিন মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয় শিল্পী পঙ্কজ উধাসকেও। এ বছর মোট ৭ জনকে পদ্মবিভূষণ, ১৯ জনকে পদ্মভূষণ এবং ১১৩ জনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে। বিনোদুনিয়া থেকে মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন গায়ক শারদা সিনহা। পদ্মভূষণ পেয়েছেন নন্দমুড়ি বালাকৃষ্ণ, প্রয়াত গায়ক পঙ্কজ উদাস, অনন্ত নাগ, যতীন গোস্বামী, অভিনেতা অজিত কুমার, শেখর কাপুর এবং শোভনা চন্দ্র কুমার।
আরো পড়ুন : বেমালুম সুর ‘চুরি’ করে চালিয়ে দিলেন ছবিতে! এ আর রহমানকে মোটা জরিমানা আদালতের
বাংলা থেকে কে কে পেয়েছেন পুরস্কার: উল্লেখ্য, কলা বিভাগে পদ্মশ্রী পেয়েছেন অরিজিৎ (Arijit Singh)। তিনি ছাড়াও বাংলা থেকে বাংলা থেকে আরো অনেকেই পেয়েছেন এই সম্মান। তালিকায় রয়েছে অভিনেত্রী মমতা শঙ্কর, ঢাকি গোকুলচন্দ্র দাস, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজাঙ্কার, শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়, ধর্মগুরু স্বামী প্রদীপ্তানন্দ, শিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং সমাজসেবী বিনায়ক লোহানির নাম।
আরো পড়ুন: কাশ্মীরের হামলায় শোকস্তব্ধ, বড় ক্ষতি করেও কঠিন সিদ্ধান্ত নিলেন সলমন
প্রসঙ্গত, সম্প্রতি পহেলগাঁও কাণ্ডে বড় সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ। চেন্নাইয়ে কনসার্ট হওয়ার কথা ছিল অরিজিতের। কিন্তু কাশ্মীরে হামলার ঘটনায় বাতিল করা হয় সেই কনসার্ট।