হাতে চাঁদ পেয়েও শিকড়কে ভোলেননি, জিয়াগঞ্জের ছেলেমেয়েদের জন‍্য বিনামূল‍্যে ইংরেজি শিক্ষার ব‍্যবস্থা করলেন অরিজিৎ

বাংলাহান্ট ডেস্ক: রিয়েলিটি শো থেকে খ‍্যাতি। আজ গোটা দেশ তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে রয়েছে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) অগুন্তি ভক্ত। এই মুহূর্তে বলিউডের এক নম্বর গায়ক তিনি। বিলাসিতায় ভরা জীবন, খ‍্যাতি, ঐশ্বর্য, ভালবাসা কোনো কিছুর কমতি নেই। কিন্তু অরিজিৎ সেসব ছেড়ে পড়ে রয়েছেন জিয়াগঞ্জে।

দেশের মধ‍্যে এবং বিদেশের বিভিন্ন প্রান্তে শো করতে ব‍্যস্ত থাকেন তিনি। প্লেব‍্যাক তো রয়েছেই। কিন্তু সময় পেলেই নিজের শিকড়ের টানে অরিজিৎ ছুটে আসেন জিয়াগঞ্জে। নিজের ছেলেকে তিনি ভর্তি করেছেন এখানকার স্কুলে। নিজেও ছোটবেলার স্কুলের পরিচালন কমিটির সদস‍্য হয়েছেন। এবারে জিয়াগঞ্জবাসীর জন‍্য আরো এক উদ‍্যোগ নিলেন অরিজিৎ।

Arijit
জানা যাচ্ছে, জিয়াগঞ্জে নাকি বিনামূল‍্যে ইংরেজি শেখার কোচিং ক্লাস খুলতে চলেছেন অরিজিৎ। ছেলেমেয়েরা যাতে বিনামূল‍্যে ভাল ইংরেজি শেখার সুযোগ পায় সেই ব‍্যবস্থাই করতে চলেছেন তিনি। কোচিং ক্লাসের জন‍্য ঘরের সন্ধান করতে নাকি সম্প্রতি নিজের বন্ধু শঙ্কর মণ্ডলের নার্সিং কলেজে গিয়েছিলেন অরিজিৎ। সেখানে গিয়েও ছবি তুলেছেন পড়ুয়াদের সঙ্গে।

মুম্বই এবং জিয়াগঞ্জে পালা করে থাকেন অরিজিৎ। আকাশের চাঁদ হাতে পেয়ে নিজের অতীতের সংগ্রামের দিনগুলো ভুলে যাননি তিনি। এত বড় তারকা অথচ ঔদ্ধত‍্য দূরে থাক, বিন্দুমাত্র অহংকার টুকুও নেই অরিজিতের মধ‍্যে। বিশেষ করে জিয়াগঞ্জে আসলে অরিজিৎ যেন সেই আগের মানুষ।

গোটা দেশ খ‍্যাত গায়ক প্রকাশ‍্যেই স্কুটি নিয়ে ঘুরে বেড়ান রাস্তাঘাটে। দেহরক্ষী লাগে না তাঁর, অরিজিৎকে সবাই ভালবাসে। কিছুদিন আগেই ছেলের স্কুলের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল অরিজিৎ ও তাঁর স্ত্রীকে। গায়কের এমন নম্র ব‍্যবহার বারবার মন জয় করেছেন সকলের।

মাস খানেক আগে একেবারে সাদামাটা পোশাক পরে নিজের স্কুলে গিয়েছিলেন অরিজিৎ। প্রাক্তন শিক্ষিকাকে প্রণাম করে পাশে বসেছিলেন। অরিজিতের মাথায় হাত রেখে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন ছোটবেলার শিক্ষিকা সুনীতা লাহিড়ী। তিনি জানান, অরিজিৎ ছোট থেকেই নম্র, মিষ্টি ব‍্যবহার দিয়ে সবার মন জয় করে নিতেন। এত সাফল‍্য পেয়েও কোনো দম্ভ মনে আসতে দেননি তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর