বাংলাহান্ট ডেস্ক: তাঁর সুরের জাদুতে হিট হয়ে যায় যে কোনও গান। তাঁর গানের গলায় মুগ্ধ দেশ থেকে বিদেশের মানুষ। বলিউড থেকে টলিউড- সব জায়গাতেই রাজত্ব করেন তিনি। তাই তাঁকে এক ঝলক দেখার জন্য সকলে মুখিয়ে থাকবেন এটা তো জানা কথা। আর যদি সেটি হয় তাঁর কনসার্ট, তাহলে তো কথাই নেই! কথা বলছি ‘মাটির মানুষ’ অরিজিৎ সিংয়ের (Arijit Singh Live Concert) ব্যাপারে। আগামী ১৮ ফেব্রুয়ারি তিনি অনুষ্ঠান করতে চলেছেন কলকাতায়। সেই অনুষ্ঠানের কথাই এখন ঘুরছে তাঁর অনুরাগীদের মুখে।
কলকাতার ইকো পার্কে অনুষ্ঠান করার কথা শিল্পীর। স্বাভাবিকভাবেই তাঁকে কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে টিকিটের। অনলাইনে হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে এই অনুষ্ঠানের টিকিট। আর এটি নিয়েই শুরু হয়েছে চর্চা। অরিজিতের অনুষ্ঠান দেখতে গেলে আপনাকে দিতে হবে ৫০ হাজার টাকা! হ্যাঁ, টিকিটের এই দাম শুনেই আঁতকে উঠছেন অনেকেই। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, সব জায়গায় বয়ে গিয়েছে স্টেটাসের বন্যা।
একটি অনলাইন সংস্থায় এই অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে। আসনগুলিকে ভাগ করা হয়েছে পাঁচটি ভাগে। সবথেকে নীচে রয়েছে ব্রোঞ্জ। এরপর ক্রমানুসারে রয়েছে সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম এবং ডায়মন্ড। টিকিটের দামের তালিকা যখন প্রথম প্রকাশিত হয়, তখন সর্বনিম্ন দাম ছিল ৯৯৯ টাকা। অর্থাৎ ৯৯৯ টাকা দিয়ে ব্রোঞ্জ টিকিট কেটে তাঁদের প্রিয় শিল্পীকে দেখতে পারছিলেন শ্রোতারা। সেই সময়ে সর্বোচ্চ টিকিট অর্থাৎ ডায়মন্ড আসনের দাম ছিল ৪০ হাজার টাকা।
আসনগুলি দ্রুত ভর্তি হতে থাকায় কিছুক্ষণের মধ্যেই সর্বনিম্ন দাম গিয়ে দাঁড়ায় ১৫০০ টাকায়। সেই সময়ে সর্বোচ্চ টিকিট অর্থাৎ ডায়মন্ডের দাম বেড়ে হয় ৫০ হাজার টাকা। ১২ নভেম্বর বিকেল অবধি ব্রোঞ্জ টিকিটের দাম এক লাফে বেড়ে হয় ২৫০০ টাকা। সিলভার আসনকে দু’ভাগে ভাগ করে দেওয়া হয়। মঞ্চের বাঁদিকের আসনের দাম হয় ৩ হাজার টাকা এবং ডান দিকের আসনের দাম হয় ৪ হাজার টাকা। গোল্ড আসনের দাম হয়ে যায় ৪৫০০ টাকা। টিকিটের সর্বোচ্চ দাম অবশ্য ৫০ হাজার টাকাতেই আটকে থাকে।
এই ৫০ হাজার টাকা টিকিটের দাম দেখেই রীতিমতো চমকে উঠেছেন আমজনতা। আয়োজকদের তরফে জানানো হয়েছে, অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে দর্শকরা একাধিক সুযোগ সুবিধা পাবেন। সর্বনিম্ন দামের টিকিট নিলে বসার সুবিধা পাবেন না। তবে সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম ও ডায়মন্ডে থাকছে বসার সুবিধা। সঙ্গে খাবারদাবারের ব্যবস্থাও থাকছে। সর্বোচ্চ দামের টিকিট অর্থাৎ ৫০ হাজার টিকিটে কী কী সুবিধা পাবেন দর্শকরা? জানা গিয়েছে, এক্ষেত্রে ৫০ হাজার টাকার একটি টিকিটে দু’জন প্রবেশাধিকার পাবেন। বসার সঙ্গে পানীয়ের ব্যবস্থাও থাকছে। পাশাপাশি থাকছে বিনামূল্যে গাড়ি পার্কিংয়ের সুবিধা।
মোটের উপর ৫০ হাজার টাকার টিকিট কাটলে প্রিয় গায়ককে অনেক কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যাবে। কিন্তু ‘মাটির মানুষের’ কনসার্টের টিকিটের দাম এমন আকাশছোঁয়া হওয়ায় নেটমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। কিছু নেটিজেনদের মতে, এই টাকায় একটি মধ্যবিত্ত পরিবারের সংসার চলে যায়। তাই এই টাকায় কয়েক ঘণ্টার একটি কনসার্ট শুনতে যাওয়া ভাবনার অতীত। অরিজিতের কনসার্টের টিকিটের এমন দাম হওয়ায় অনেকে আবার কটাক্ষও করেছেন।
কিছু নেটনাগরিক লিখেছেন, ‘৫০ হাজার টাকা দিলে কি গায়কের সঙ্গে স্টেজ শেয়ার করার সুযোগ থাকছে?’ অন্য একজন আবার মজার ছলে লিখেছেন, ‘৫০ হাজার টাকার টিকিটে গায়কের সঙ্গে অনুষ্ঠানের পর নৈশভোজে যাওয়ার সুযোগ পাওয়া যাবে।’ ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ জুড়ে এই অনুষ্ঠানের টিকিটের মূল্য নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। এদিকে সংশ্লিষ্ট ওই অনলাইন টিকিট বুকিং সাইটের তথ্য অনুযায়ী, ৫০ হাজার টাকার টিকিট পড়ে রয়েছে আর মাত্র কয়েকটি। অর্থাৎ প্রিয় গায়ককে ‘নাগালে পেতে’ টাকার তোয়াক্কা না করেই টিকিট কেটে ফেলেছেন অনেক অনুরাগী।