দিলজিৎ তো কোন ছাড়, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অরিজিৎ, সব সীমা ছাড়াল মুম্বই শোয়ের টিকিট মূল্য

বাংলাহান্ট ডেস্ক : দেশের মধ্যে সবথেকে জনপ্রিয় গায়কদের তালিকা তৈরি করলে অরিজিৎ সিং (Arijit Singh) এর নাম আপনা থেকেই আসবে একেবারে প্রথম দিকে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ নিজের সুরের জাদু ছড়াচ্ছেন সর্বত্র। শুধু দেশ নয়, বিদেশেও অরিজিতের গুণমুগ্ধ ভক্তের সংখ্যা অজস্র। আন্তর্জাতিক শিল্পীদের মাঝেও নিজের প্রতিভার জোরে জায়গা করে নিয়েছেন তিনি। আর এবার দিলজিৎ দোসাঞ্ঝকেও ছাপিয়ে গেলেন অরিজিৎ (Arijit Singh)।

অরিজিতের (Arijit Singh) শোয়ের টিকিট মূল্য ভাইরাল

বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে শো করছেন দিলজিৎ। বছর শেষে তার দিল লুমিনাতি ট্যুর শেষ হয়ে গেলেও শুরু হতে চলেছে অরিজিতের (Arijit Singh) কনসার্ট। দেশের পাঁচটি শহরে শুরু হতে চলেছে অরিজিতের কনসার্ট। এর মধ্যে প্রকাশ্যে এসেছে মুম্বই এর শোয়ের টিকিট মূল্য যা দেখে কার্যত চমকে গিয়েছেন সকলে।

Arijit singh mumbai show ticket price is insane

সর্বোচ্চ কত টাকায় বিক্রি হচ্ছে টিকিট: সোশ্যাল মিডিয়ায় ইতি মধ্যেই ভাইরাল অরিজিতের (Arijit Singh) মুম্বই এর শোয়ের টিকিট মূল্য। জানা যাচ্ছে, সর্বনিম্ন ১৩,৫০০ টাকা থেকে শুরু টিকিটের দাম। তবে সবথেকে বেশি অবাক করেছে সর্বোচ্চ টিকিট মূল্য। অরিজিতের (Arijit Singh) শোয়ের একটি টিকিট বিক্রি হচ্ছে ৯৫,০০০ টাকায়। প্রিয় শিল্পীর গান সামনাসামনি শুনতে ৯৫ হাজার টাকা খরচ করতেও রাজি ভক্তরা।

আরো পড়ুন : ভারতীয় কারখানায় তৈরি ওষুধে আপত্তি! আচমকাই আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা

কী কী সুবিধা পাওয়া যাবে: কী কী বিশেষ সুবিধা মিলবে এই বহুমূল্য টিকিটে? যেমনটা জানা যাচ্ছে, ৯৫ হাজার দিয়ে টিকিট কাটলে থাকছে একটি বার এর অপশন। সেখানে পাওয়া যাবে অ্যালকোহল যুক্ত এবং নন অ্যালকোহলিক পানীয়, সঙ্গে সুস্বাদু সব স্ন্যাকস আইটেম।

আরো পড়ুন : সাতটি পেল্লাই সাইজের ১৪০ ক্যারাটের হীরে! বিশ্বের অন্যতম দামী গয়নায় ঝলমল করলেন প্রিয়াঙ্কা, দাম কত জানেন?

এমনিতে এই শোয়ের সর্বনিম্ন টিকিট অর্থাৎ গোল্ড সেকশন শুরু হচ্ছে ১৩,৫০০ টাকা থেকে। এরপরেই থাকছে প্ল্যাটিনাম সেকশন, যেখানে টিকিট মূল্য ২৫,০০০ টাকা। এই টিকিটের বিশেষত্ব হল, এখানে পছন্দের সিট বেছে নিতে পারবেন শ্রোতারা। দিলজিতের অনুষ্ঠানের টিকিট মূল্যকেও ছাপিয়ে গিয়েছে অরিজিতের টিকিটের দাম। আগামী বছর ২৩ শে মার্চ মুম্বই এর জিও ওয়ার্ল্ড গার্ডেন বান্দ্রায় হবে এই শো। উল্লেখ্য, এর আগে অরিজিতের শোয়ের সর্বোচ্চ টিকিটের মূল্য ছিল ৮৫ হাজার টাকা। এবার আগের রেকর্ডকেও ছাপিয়ে গেলেন অরিজিৎ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর