বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে বলিউডের সবথেকে জনপ্রিয় গায়কদের মধ্যে প্রথম দিকেই নাম থাকবে অরিজিৎ সিং (Arijit Singh) এর। জিয়াগঞ্জের ছেলে নিজের যোগ্যতায় আজ ভারতের মুখ উজ্জ্বল করছেন বিশ্ব সঙ্গীত মঞ্চে। তবে তাঁর আচার ব্যবহারে তারকা সুলভ হাবভাব নেই বললেই চলে। এখনো সময় সুযোগ পেলেই তিনি মুম্বই থেকে চলে আসেন জিয়াগঞ্জের বাড়িতে। আর এখানে আসলেই তিনি যেন একেবারে পাশের বাড়ির ছেলে হয়ে ওঠেন।
জিয়াগঞ্জে প্রায়ই ভাইরাল হয় অরিজিতের (Arijit Singh) ভিডিও
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও ভাইরাল হয়ে থাকে অঅরিজিতের Arijit Singh)। বিশেষত জিয়াগঞ্জে তাঁর ছিমছাম জীবনযাপন দেখতে পছন্দ করেন অনেকেই। মাঝেমধ্যেই নিজের স্কুটি চালিয়ে বেরিয়ে পড়েন অরিজিৎ (Arijit Singh)। ছিমছাম ঘরের পোশাক, ঝাঁকড়া চুলেই দিব্যি ঘুরে বেড়ান তিনি। অনেকেই সেই ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এবার এমনি আরেকটি ভিডিও বেশ চর্চায় উঠে এসেছে অরিজিতের।
কী দেখা গেল ভিডিওতে: ভিডিওতে দেখা যায়, নিজের এলাকারই একটি মাঠে ক্রিকেট খেলছেন অরিজিৎ (Arijit Singh)। পরনে ধূসর রঙের টিশার্ট এবং ফুল প্যান্ট। মাথায় ঝাঁকড়া চুল। ভিডিওতে দেখা যায়, নিজের মনেই ক্রিকেটে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তাঁর খেয়াল হয় যে কেউ তাঁর দিকে ক্যামেরা তাক করে রয়েছে। সঙ্গে সঙ্গেই রেগে আগুন গায়ক। লুকিয়ে লুকিয়ে ভিডিও করা যে তিনি পছন্দ করেন না সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি।
প্রায়ই নিজের শহরে আসেন গায়ক: মুম্বইয়ে বিলাসবহুল সম্পত্তি থাকা সত্ত্বেও কাজ ছাড়া জিয়াগঞ্জেই থাকতে পছন্দ করেন অরিজিৎ (Arijit Singh)। বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে, প্রতিবেশীদের কাছেও তিনি আগের সেই অরিজিৎই রয়েছেন। খ্যাতির আলোয় নিজেকে হারিয়ে যেতে দেননি তিনি। জিয়াগঞ্জেই খুলেছেন নিজের রেস্তোরাঁও। সমাজের সব স্তরের মানুষের কথা ভেবে খাবারের দাম রেখেছেন ক্ষমতার মধ্যেই। বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে থাকেন তিনি।
আরো পড়ুন : নেতাজির অবদান স্মরণ থেকে রামকৃষ্ণ মিশন দর্শন, সিঙ্গাপুরের মাটিতেও বাঙালিয়ানার আবেগ ছড়ালেন অভিষেক
প্রসঙ্গত, বিভিন্ন ইস্যুতেও বিভিন্ন সময় মুখ খুলতে দেখা গিয়েছে অরিজিৎকে (Arijit Singh)। নয়তো কোনো না কোনো সিদ্ধান্তের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। পহেলগাঁও হামলার জেরে একটি কনসার্ট বাতিল করেছিলেন অরিজিৎ (Arijit Singh)। পরে ভারত পাকিস্তান সংঘর্ষের আবহেও কনসার্ট বাতিল করেছিলেন তিনি।