স্বামীজি সাদা পরলে সেটা নিয়েও বিতর্ক হত? ‘গেরুয়া’ ইস্যুতে জবাব দিলেন অরিজিৎ

বাংলাহান্ট ডেস্ক: একইসঙ্গে অপেক্ষা এবং বিতর্কের অবসান। ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ কলকাতায় বহু প্রতীক্ষিত অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট। ওয়ান নাইট ওনলি ট্যুরে এবারে কলকাতায় অনুষ্ঠান করতে চলেছেন অরিজিৎ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলের গানের সুরে ভাসতে চলেছে তিলোত্তমা। তার আগে কী অবস্থা শহরের?

বিস্তর টালবাহানার পর শেষমেষ অ্যাকোয়াটিকায় অনুষ্ঠিত হচ্ছে অরিজিতের কনসার্ট। টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে ট্রোলিং থেকে শুরু করে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অরিজিতের ‘গেরুয়া’ গানটি গাওয়া নিয়ে বিতর্ক, কম নাটকীয়তা হয়নি কনসার্ট ঘিরে।

arijit singh

শেষমেষ ইকো পার্কে শো করার অনুমতি না মেলায় শুরু হয়েছিল আরেক দফা বিতর্ক। অভিযোগ উঠেছিল, শাসক দলকে চটানোতেই নাকি শো বাতিল হয় অরিজিতের। পালটা উত্তর দেয় তৃণমূল সরকারও। অবশেষে ঠিক হয় অ্যাকোয়াটিকাতেই হবে অরিজিতের অনুষ্ঠান।

এদিন বিকেল থেকেই অ্যাকোয়াটিকার বাইরে ভিড়ে ভিড়াক্কার। অরিজিৎকে এক ঝলক দেখার জন্য লোকে লোকারণ্য থিম পার্কের বাইরে। টিকিট না পেলেও অনেকেই ভিড় করেছেন গায়ককে দেখার জন্য। সঠিক সময়েই হল প্রতীক্ষার অবসান। মঞ্চে উঠলেন অরিজিৎ। আর তারপর যা হল তা দেখা বা শোনার জন্য হয়তো অনেকেই প্রস্তুত ছিলেন না।

মঞ্চে আবারো ‘গেরুয়া’ গানটাই গাইলেন তিনি। তারপর হালকা মেজাজে বলে উঠলেন, ‘আরে এই গানটা নিয়ে খামোকাই বিতর্ক হল। এটা তো সন্ন্যাসীদের রঙ রে বাবা! স্বামীজির রঙ। স্বামীজি যদি সাদা পরতেন তাহলে কি সেটা নিয়েও এরম হত নাকি?’

অনেকেই বলেন, অরিজিৎ ‘আনপ্রেডিক্টেবল’। তাঁর কোনো কাজকর্মে বিতর্ক তৈরি হলেও সেটা তাঁকে ছুঁতে পারে না। এতদিন গেরুয়া নিয়ে একটা মন্তব্যও করেননি তিনি। তবে এবার ভরা মঞ্চে উচিত জবাব দিয়ে অরিজিৎ বুঝিয়ে দিলেন তিনি যাবতীয় বিতর্কের ঊর্দ্ধে।


Niranjana Nag

সম্পর্কিত খবর