বিবাহবার্ষিকীতে ফাঁস স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি! অরিজিতের হয়ে ক্ষোভ উগড়ালেন ভক্তরা

বাংলাহান্ট ডেস্ক: অরিজিৎ সিং (Arijit Singh), ভারতীয় সঙ্গীত জগতের তরুণ তুর্কিদের মধ্যে সবথেকে জনপ্রিয় নাম। কুমার শানু, সোনু নিগম, শান পরবর্তী সঙ্গীত দুনিয়ায় অরিজিৎই সাফল্য এবং জনপ্রিয়তার দিক দিয়ে সবথেকে উপরে থাকবেন। গোটা দেশে তো বটেই, বিদেশেও তাঁর গানের প্রতি ভালবাসা দেখার মতো। কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছে গেলেও পা-টা মাটিতেই রেখেছেন অরিজিৎ।

অন্যান্য অধিকাংশ তারকাদের মতো তিনি ব্যক্তিগত জীবনকে একেবারেই প্রকাশ্যে আনেন না। তারকাখচিত জীবনযাপন, লাইমলাইট যতটা সম্ভব এড়িয়ে চলেন তিনি। জিয়াগঞ্জে এলে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়ান তিনি। দেশ বিদেশের মঞ্চ কাঁপানো তারকা বলে মনেই হয় না তাঁকে।

arijit singh wife

অরিজিতের স্ত্রী সন্তানদেরও খুব একটা ক্যামেরার সামনে দেখা যায় না। কিন্তু হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েল রায়ের কিছু ঘনিষ্ঠ ছবি। সবকটি ছবিতেই কোয়েলকে জড়িয়ে ধরে গালে চুম্বন করতে দেখা যাচ্ছে গায়ককে। স্বামী স্ত্রীর একেবারেই একান্ত মুহূর্তের মিষ্টি ছবি। সঙ্গে নবম বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানানো হয়েছে গায়ককে। কিন্তু ছবিগুলো অরিজিৎ শেয়ার করেননি। শেয়ার করা হয়েছে তাঁর এক ফ্যানপেজের তরফে।

arijit

আর এই পোস্ট দেখেই ক্ষিপ্ত অরিজিৎ ভক্তরা। একজন লিখেছেন, ‘দয়া করে ব্যক্তিগত ছবি শেয়ার করবেন না’। আরেকজন লিখেছেন, অরিজিতের ব্যক্তিগত ছবি এভাবে সর্বসমক্ষে ফাঁস করবেন না। ছবিটা ডিলিট করে দিন। অরিজিৎ এমন একজন মানুষ যিনি স্বেচ্ছায় ব্যক্তিগত মুহূর্ত ফাঁস করেন না। তাঁর ছবি এভাবে প্রকাশ্যে আনা উচিত নয়।

arijit koyel

কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে কোয়েলের সঙ্গে দেখা গিয়েছিল অরিজিৎকে। বিমানবন্দর থেকে স্ত্রীর হাত ধরেই বেরোন তিনি। কয়েকজন অনুরাগী ভিড় করতে হাসিমুখে তাদের সঙ্গে কথা বলে তারপর গাড়িতে উঠে যান অরিজিৎ। ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছিলেন নেটনাগরিকদের একাংশ। এমনকি একজন তো লিখেই দিয়েছিলেন, ‘এই প্রথম দেখলাম অরিজিতের স্ত্রীকে’।

Niranjana Nag

সম্পর্কিত খবর