সাংবাদিককে চড় মারার অভিযোগে আদালতে অরিজিৎ! সেল্ফি তুলতে দৌড়ে এলেন খোদ বিচারক

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের টপ সিঙ্গার হলেন একজনই। তিনি আর কেউ নন বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং (Arijit Singh)। আমাদের দেশের  আট থেকে আশি  সকলেই মন্ত্রমুগ্ধের মত শোনেন অরিজিৎ সিং(Arijit Singh)-এর গান। সুখ-দুঃখ যে কোন পরিস্থিতিতেই অরিজিৎ সিং(Arijit Singh)-এর গান শুনলেই মন ভালো হয়ে যায় অনুরাগীদের। তবে শুধু গায়ক হিসেবেই নয় অনুরাগীদের কাছে  অরিজিৎ সিং একজন প্রকৃত মানুষ হিসেবেও শ্রেষ্ঠ উদাহরণ।

অরিজিৎ সিং(Arijit Singh)-এর সাথে সেল্ফি তুলছেন বিচারক

খ্যাতের শীর্ষে থেকেও বরাবরই সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত অরিজিৎ। যা দেখে তাঁর প্রতি অনুরাগীদের শ্রদ্ধা যায় দ্বিগুণ বেড়ে। বরাবরই তারকাসুলভ খ্যাতি ছেড়ে সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত অরিজিৎ। তিনি বরাবরই থাকতে ভালোবাসেন মাটির কাছাকাছি।  কিন্তু এখানে অরিজিৎ সিং-এর বিরুদ্ধেই  অতীতে অভিযোগ উঠেছিল এক সাংবাদিককে চড় মারার।

   

প্রায় ১১ বছর আগের এই ঘটনায় গায়কের বিরুদ্ধে মুর্শিদাবাদের  বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই সাংবাদিক। সেই অভিযোগের ভিত্তিতেই অরিজিৎ সিং এর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪১ ও ৩২৩ ধারায় মামলা রুজু করে পুলিশ। শনিবার সেই মামলাতেই মুর্শিদাবাদ জেলা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন অরিজিৎ সিং।

আর এদিন মুর্শিদাবাদের জেলা আদালতে অরিজিৎ পৌঁছাতেই তাকে ঘিরে হৈ চৈ কাণ্ড বেঁধে যায় আদালত চত্বরে। গোটা দুনিয়া যাঁর ফ্যান, যাঁকে  একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা তাঁকে সামনে পেয়ে এদিন সেলফি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি খোদ আদালতের আইনজীবী থেকে শুরু করে বিচারক পর্যন্ত। আর বিচারকের সেই সেলফি তোলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

আরও পড়ুন: বাংলাদেশের ‘রাজকুমার’ শাকিব খানের সিনেমা প্রতি পারিশ্রমিক জানেন? শুনে মাথায় হাত পড়বে দেব জিৎদের

গুণী এই শিল্পীকে ছুঁয়ে দেখতে এদিন তাঁর কাছাকাছি এসে দাঁড়ান খোদ জেলা আদালতের বিচারক ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীরাও।এমনকি অরিজিৎ আসার খবর মিলতেই আদালত চত্বরে  উপস্থিত হয়েছিলেন বহু সাধারণ মানুষ। তবে এদিন অরিজিতকে আদালতে দেখামাত্রই তাঁর কাছে সেলফি তোলার আবদার নিয়ে ছুটে আসেন খোদ জেলাবিচারক ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীরা।

Arijit Singh 1

বাকিদের মতো বিচারক নিজেও  অরিজিতের সঙ্গে ছবি তোলেন। প্রসঙ্গত এদিন গায়কের মামলাটি বিচারক ভাস্কর ভট্টাচার্যের এজলাসের ছিল না। কিন্তু যেহেতু অরিজিৎ একটি মামলায় অভিযুক্ত তাই বিচারকের সঙ্গে ছবি ভাইরাল হতেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর