গালে আলতো করে চুমু! বিদেশে কার সঙ্গে ঘনিষ্ঠ হলেন অরিজিৎ? ছবি ভাইরাল হতেই শোরগোল!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা তো বটেই গোটা দেশে বিপুল জনপ্রিয়তা তাঁর। বিদেশের মাটিতেও অরিজিৎ সিংয়ের (Arijit Singh) ক্রেজ দেখার মতো। তাঁর গান শোনার জন্য অগুনতি মানুষ অপেক্ষা করে থাকেন। হাজার হাজার টাকা খরচ করে লাইভ কনসার্টে ভিড় জমান শ্রোতারা। এবার সেই অরিজিৎকেই দেখা গেল ‘অন্য মুডে’।

বিদেশের মাটিতে ‘অন্য মেজাজে’ অরিজিৎ সিং (Arijit Singh)

এই মুহূর্তে এদেশের ‘টপ’ গায়কদের মধ্যে একজন হলেন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ। তেরো থেকে তিরাশি, তাঁর গানের ফ্যান প্রত্যেকে। তবে এত জনপ্রিয় একজন তারকা হলেও বরাবর লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন তিনি। জগৎজোড়া খ্যাতি হলেও এখন স্ত্রী কোয়েল (Koel Singh) এবং দুই ছেলেকে নিয়ে জিয়াগঞ্জের বাড়িতেই থাকেন গায়ক।


অরিজিতের (Arijit Singh) পাড়ায় গেলে মাঝেমধ্যেই দেখা যায় তাঁকে। তারকাসুলভ আচরণ ছেড়ে অনায়াসে স্কুটি নিয়ে ঘুরে বেড়ান তিনি। কখনও তাঁকে দেখা যায় স্ত্রী কোয়েলের সঙ্গে ফুচকা খেয়ে, কখনও আবার থলে হাতে বাজার করতে বেরিয়ে পড়েন গায়ক। এবার তিনিই একেবারেই ‘অন্য মুডে’ ধরা দিলেন।

আরও পড়ুনঃ সামাজিক বিয়ের আগেই ডিভোর্স অর্ণব-ইপ্সিতার! হঠাৎ কী হল? ফাঁস করলেন অভিনেতা

কাজের ফাঁকে বিদেশের মাটিতে কিছুটা সময় কাটাচ্ছেন অরিজিৎ। সঙ্গে রয়েছেন স্ত্রী কোয়েল। এবার মিস্টার অ্যান্ড মিসেস সিংয়ের কাটানো নানান মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে। এর মধ্যে কোনও ছবিতে তাঁদের রেস্তোরাঁয় বসে খেতে দেখা যাচ্ছে, কোনও ছবিতে আবার রাস্তায় দাঁড়িয়ে পোজ দিচ্ছেন তাঁরা। একটি ছবিতে আবার অরিজিতের গালে আলতো করে ঠোঁট ঠেকিয়ে রয়েছেন কোয়েল।

Arijit Singh Koel Singh

এদিকে অরিজিতের কেরিয়ারের কথা বলা হলে, দেখতে দেখতে বলিউডে বেশ কয়েকবছর কাটিয়ে ফেলেছেন তিনি। রিয়্যালিটি শো থেকে এখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির গায়কদের মধ্যে একজন হয়ে উঠেছেন। প্রায় প্রত্যেকটি ছবিতেই তাঁর একটা না একটা গান থাকে। ‘কেশরিয়া’ থেকে শুরু করে ‘তুম ক্যায়া মিলে’, ‘ঝুমে জো পাঠান’ থেকে ‘চলেয়া’, ‘সাতরঙা’ অরিজিতের কণ্ঠেই গাওয়া সাম্প্রতিক এই সব ব্লকবাস্টার গান।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X