বাংলাহান্ট ডেস্ক: দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি নিয়ে তোলপাড় রাজনৈতিক জগৎ এবং নেটমাধ্যম। ‘পাঠান’ এর গানের বিরুদ্ধে উঠছে হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) মঞ্চেও উঠল সেই গেরুয়া প্রসঙ্গ। তুললেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। তবে ‘বেশরম’ বিকিনি নিয়ে নয়, নিজের গানে। মুখ্যমন্ত্রীর অনুরোধে তাঁকে ‘রঙ দে তু মোহে গেরুয়া’ শোনালেন অরিজিৎ।
২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে তারকাদের মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে উপস্থিত স্বয়ং শাহরুখ খান। তখনি বক্তব্য রাখতে পোডিয়ামে গিয়েছেন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং, যিনি আজ সুরের জাদুতে শুধু এই দেশকে নয়, গোটা বিশ্বকেই মাতিয়ে রেখেছেন।
স্বাভাবিক ভাবেই অরিজিৎকে কাছে পেয়ে ছাড়তে রাজি হননি কেউই। সবারই অনুরোধ, একটা গান শোনাতেই হবে। বিশেষ করে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী নিজে। তখনি অরিজিৎ বলে ওঠেন, ‘একটা গান গেয়ে দিলেই ল্যাঠা চুকে যাবে’। এরপরেই তিনি গেয়ে ওঠেন শাহরুখেরই ছবি ‘দিলওয়ালে’র জনপ্রিয় গান ‘রঙ দে তু মোহে গেরুয়া’।
ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই মশকরায় মেতেছেন নেটিজেনরা। অবশ্য অরিজিৎ আরো একটি গান গেয়েছেন। রাজ চক্রবর্তী পরিচালিত ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল ট্র্যাকটি গেয়ে ওঠেন তিনি। পাশেই দাঁড়িয়ে ছিলেন রাজ। মঞ্চে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও।
উল্লেখ্য, এদিন মূল মঞ্চে উঠতেই চাইছিলেন না অরিজিৎ। তবে উপস্থিত সকলকেই তিনি প্রণাম করেন। দর্শকাসনেই বসতে যাচ্ছিলেন গায়ক। তখনি তলব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে প্রণাম জানান অরিজিৎ। দুজনের মধ্যে কথোপকথনও হয়।
এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎকে বলেন, অরিজিৎকে মঞ্চে নিয়ে গিয়ে বসাতে। জোর করে তাঁকে মঞ্চে তোলেন রঞ্জিত মল্লিকও। বাধ্য হয়ে অভিনেতার সঙ্গে লাজুক মুখে মঞ্চে ওঠেন গায়ক। তবে গিয়ে বসেন সবার পেছনের সারিতে।