বাংলাহান্ট ডেস্ক: আপনি সঙ্গীতপ্রেমী হলে এতদিনে ‘পাসুরি’ (Pasoori) নিশ্চয়ই শুনে ফেলেছেন। আলি শেঠি এবং সায়ে গিল এর গাওয়া পাকিস্তানি কোক স্টুডিওর পাসুরি শোরগোল ফেলে দিয়েছিল সঙ্গীত জগতে। ভাষা, ধর্মের গণ্ডিতে বাঁধা যায় না সঙ্গীতকে। এর প্রমাণ আগেও পাওয়া গিয়েছে। পাকিস্তানি শিল্পীদের গানেও তাই মন মজেছিল ভারতীয়দের। সেই গানই অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কণ্ঠে শুনে আরোই বাঁধন ভাঙা উচ্ছ্বাস দেখা গেল।
দেশ জুড়ে বিভিন্ন শহরে কনসার্ট করছেন অরিজিৎ। সম্প্রতি মুম্বইতে অনুষ্ঠিত হয়েছিল তাঁর ‘ওয়ান নাইট ওনলি ট্যুর’ এর কনসার্ট। সেই অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে ‘পাসুরি’ গানটি গাইতে শোনা গিয়েছে অরিজিৎকে।
তবে কিছুটা নিজস্ব ছোঁয়া মিশিয়ে গানটি গেয়েছেন তিনি যা শুনে মুগ্ধ শ্রোতারা। নিজস্ব গানের ঢালাও সম্ভার থাকা সত্ত্বেও অন্য গায়ক গায়িকাদের গান প্রায়ই গাইতে শোনা যায় অরিজিৎকে। আর তাঁর এই গুণটাই বারবার মন জয় করে নেয় সবার। ‘পাসুরি’ শুনেও উচ্ছ্বসিত নেটনাগরিকরা। কেউ কেউ লিখেছেন, অরিজিতের শুধু নামটাই যথেষ্ট। যেকোনো গানেই তিনি দুর্দান্ত। কয়েকজন ভিন্ন মত পোষণ করলেও তাদের সংখ্যা নগণ্য।
প্রসঙ্গত, আগামীতে বিভিন্ন শহরে অনুষ্ঠিত হতে চলেছে অরিজিতের কনসার্ট। আর সেসব শোয়ের টিকিটের দাম কেড়ে নিয়েছে যাবতীয় লাইমলাইট। সম্প্রতি পুনে শোয়ের টিকিটের দামের তালিকা প্রকাশ্যে এসেছে। সেখানে সর্বোচ্চ দামের টিকিট বিক্রি হচ্ছে ১৬ লক্ষ টাকায়।
https://www.instagram.com/reel/ClbtmtzDw2C/?igshid=YmMyMTA2M2Y=
বিষয়টা নিয়ে ইতিমধ্যেই ট্রোল শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এত দামের শোয়ের আয়োজন, মায় অরিজিৎকে পর্যন্ত কটাক্ষ শানাতে ছাড়ছেন না কয়েকজন। কলকাতাতেও আয়োজিত হবে অরিজিতের কনসার্ট। আগামী ফেব্রুয়ারি মাসে কলকাতায় শো করবেন অরিজিৎ। এখন থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। একটি অনলাইন সংস্থার মাধ্যমে কেনা যাচ্ছে অনুষ্ঠানের টিকিট। ইকো পার্কে অরিজিতের কনসার্ট হবে বলে খবর।