মহিলা অনুরাগীকে গলা ধাক্কা দিচ্ছেন নিরাপত্তা রক্ষী! মঞ্চে দাঁড়িয়েই মাথা নত করলেন অরিজিৎ

বাংলা হান্ট ডেস্ক : বাংলার ভূমি পুত্র অরিজিৎ সিং (Arijit Singh)। এই মুহূর্তে  জগৎজোড়া খ্যাতি তাঁর (Arijit Singh)। গোটা সেপ্টেম্বর মাস জুড়ে বিদেশে একের পর এক মিউজিক  কনসার্ট করে চলেছেন গায়ক। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। অরিজিতের (Arijit Singh) গায়িকিতে মুগ্ধ আট থেকে আশি সকলেই।

অরিজিতের (Arijit Singh) ব্যবহারে মুগ্ধ সবাই

স্থান-কাল-পাত্র ভেদে প্রত্যেকেই তাঁর গান শোনেন মন্ত্রমুগ্ধের মতো। অরিজিতের গানের লাইভ কনসার্ট শোনার জন্য কোটি কোটি টাকা খরচ করতেও দুবার ভাবেন না ভক্তরা। গায়ক অরিজিতের পাশাপাশি মানুষ অরিজিতেরও ফ্যান সকলেই। অত্যন্ত সাধারণ অথচ প্রচন্ড মানবিক অরিজিতের ব্যবহারে বারবার মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

এবার আরও একবার বিদেশের মঞ্চে তাঁর  কাণ্ড দেখে মাথা ঝোঁকাচ্ছেন বিদেশীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অরিজিতের এমনই একটি মিউজিক কনসার্টের ভিডিওতে দেখা যাচ্ছে তাঁরই এক মহিলা অনুরাগী বারবার অরিজিতের নাম ধরে চিৎকার করছেন। আর তিনি অরিজিৎকে একটু সামনে থেকে দেখার জন্য  মঞ্চের কাছাকাছি আসার চেষ্টা করছিলেন।

যা নিরাপত্তা রক্ষীদের নজরে পড়তেই তারা ওই মহিলাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেন। মঞ্চে গান গাইতে গাইতেই বিষয়টা লক্ষ্য করেন গায়ক। তিনি দেখেন তাঁরই নিরাপত্তার দায়িত্বে থাকা একজন রক্ষী তাঁরই  অনুরাগীকে গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। তখন সঙ্গে সঙ্গে গান থামিয়ে দেন অরিজিৎ।

আরও পড়ুন : দীর্ঘ ১৬ বছরে কতটা বদলেছেন প্রিয় মিঠুনদা? যা বললেন ‘কলকাতা রসগোল্লা’ দেবশ্রী

আর মঞ্চ থেকেই ওই অনুরাগীর উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিয়ে অরিজিৎ বলেন, ‘এরকম করা একেবারেই উচিত নয়। কারুকে গলা ধরে ধাক্কা দেওয়া উচিত নয়। আমি দুঃখিত। আপনার সঙ্গে যেটা হল সেটা একেবারেই ঠিক হয়নি। আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না’।

প্রসঙ্গত এই ভিডিওটি অরিজিতের ফ্যান পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন বিদেশের মাটিতে দাঁড়িয়ে অরিজিতের এই বিনয় দেখে আরও একবার মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বাংলার এই ভূমিপুত্রকে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর