‘চিরকাল খারাপ ছেলে ছিলাম, আমার জন্য মা কখনো ভালো থাকেনি’, হঠাৎ কী হল অরিজিতের?

বাংলাহান্ট ডেস্ক : অরিজিৎ সিং (Arijit Singh) এমন একজন মানুষ যাঁকে ভালো না বেসে থাকা যায় না। সুরের মাধুর্যে সকলকে মুগ্ধ করেছেন তিনি। গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছেন অরিজিৎ। শুধু কী গান, তাঁর নম্র স্বভাব দিয়েও সব্বার মন জয় করেছেন তিনি। আকাশছোঁয়া খ্যাতি থেকেও মাটির কাছাকাছি থাকা মানুষ অরিজিৎ (Arijit Singh)। তবুও তাঁর মনে একটা আক্ষেপ রয়েই গিয়েছে। আত্মগ্লানিতে ভোগেন তিনি।

তিন বছর আগে মাকে হারান অরিজিৎ (Arijit Singh)

অরিজিতের (Arijit Singh) বড় কাছের মানুষ ছিলেন তাঁর মা অদিতি সিং। ছেলেও ছিলেন তাঁর নয়নের মণি। ছোট থেকে জীবনের প্রতিটি বাধায় মাকে পাশে পেয়েছেন অরিজিৎ। কিন্তু সেই মানুষটাকেই যখন তিনি চিরতরে হারিয়ে ফেলেন, তখন আর নিজেকে সামলে রাখতে পারেননি গায়ক। ২০২১ এ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অরিজিতের (Arijit Singh) মা। কম ছোটাছুটি করেননি গায়ক। চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। একমো সাপোর্টে ছিলেন অদিতি দেবী। কিন্তু পরবর্তীতে সেরিব্রাল স্ট্রোকে প্রয়াত হন তিনি।

Arijit singh shared a post about mother

সোশ্যাল মিডিয়ায় বিষ্ফোরক গায়ক: তিন বছর কেটে গেলেও মায়ের স্মৃতি অরিজিতের (Arijit Singh) মনে অমলিন। মাকে নিজের কাছে ধরে রাখতে না পারার আক্ষেপ যায়নি তাঁর। নিজেকে দোষারোপও করেন অরিজিৎ। সম্প্রতি নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করেছেন অরিজিৎ (Arijit Singh)। সেখানে তিনি লিখেছেন, ‘আমি সবসময় খারাপ ছেলে ছিলাম, আর থাকবও। আমার জন্য মা কখনো সুখ পাননি। এটাই আমি আর এটাই সত্যি। আমি মাকে ভালোবাসতাম আর চিরদিন বাসব। এটাও আরেকটা সত্যি। আমি ভুল থেকে কখনো শিক্ষা নিতে পারব না, কারণ তিনি আর নেই।’

আরো পড়ুন : জনসমক্ষে নগ্ন হন প্রথম স্ত্রী! জীবনে এসেছে বহু নারী, ৭০ বছরে মেয়ের বয়সী চতুর্থ প্রেমিকাকে বিয়ে করেন এই সুপুরুষ অভিনেতা!

মাকে সবসময় পাশে পেয়েছেন অরিজিৎ: ছোট থেকে সবসময়ই মায়ের সমর্থন পেয়েছেন অরিজিৎ (Arijit Singh)। শোনা যায়, তাঁর প্রথম সঙ্গীত গুরুও ছিলেন তাঁর মা। তিনি চেয়েছিলেন ছেলে বড় গায়ক হোক। মায়ের স্বপ্নপূরণ করেছেন অরিজিৎ (Arijit Singh)। কিন্তু শোনা যায়, ছেলের প্রেম সম্পর্ক মানতে পারেননি তাঁর মা। তাই কি এখন নিজেকে দোষারোপ করেন গায়ক?

আরো পড়ুন : টলিউড থেকে খ্যাতি পেয়েই বলিউডে সফর, নিজের ইন্ডাস্ট্রি নিয়েই নিন্দায় সরব শাশ্বত! বললেন, ‘নবাগতরা…’

তবে বিশ্বজুড়ে যে খ্যাতি অরিজিৎ পেয়েছেন তা শুধু তাঁর গানের জন্য নয়। সমাজের প্রতিও বহু অবদান রয়েছে তাঁর। অরিজিতের নম্র স্বভাব, সত্যের সঙ্গে থাকার মানসিকতা তাঁকে সকলের প্রিয় করে তুলেছে। অনুরাগীদের বিশ্বাস, মা না থাকলেও তাঁর মুখ আরো উজ্জ্বল করে চলেছেন অরিজিৎ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর