বাংলাহান্ট ডেস্ক: শুধু যে নায়িকাদের মধ্যেই ক্যাটফাইট হয় এমনটা ভেবে থাকলে খুব ভুল করবেন। বলিউডে (Bollywood) নায়কে নায়কে সংঘাত খুবই সাধারণ ব্যাপার। বড় বড় অভিনেতারাও কুৎসিত বিবাদে জড়িয়েছেন একে অপরের সঙ্গে। তবে নায়কে-গায়কে ঝামেলার উদাহরণও কিন্তু রয়েছে ইন্ডাস্ট্রিতে। এক্ষেত্রে দুজনেই অত্যন্ত জনপ্রিয় নাম, সলমন খান (Salman Khan) এবং অরিজিৎ সিং (Arijit Singh)।
বলিউডের বাস্তবের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ সলমন। এখন আর ইয়াং না থাকলেও মেজাজটা আর খাদে নামাতে পারেননি ভাইজান। একাধিক অভিনেতার সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক বানিয়ে রেখেছেন তিনি। এমনকি নিপাট ভদ্র, ভাল মানুষ অরিজিতের সঙ্গেও পাঙ্গা নিয়ে বসে রয়েছেন তিনি।
অরিজিৎ সলমনের আকচা আকচির খবর বেশ পুরনো। অনেক গুলো বছর কেটে গেলেও দুজনের মধ্যে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখনো সলমনের কোনো ছবিতে গান থাকে না অরিজিতের। অথচ বর্তমানে তিনিই বলিউড তথা দেশের অন্যতম সেরা গায়ক। সলমন অরিজিতের বিবাদ কীভাবে শুরু হয় তা এতদিনে অনেকেই জেনে গিয়েছেন।
একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা গায়কের পুরস্কার জিতেছিলেন অরিজিৎ। সেই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিল সলমনের উপরে। তিনি গায়কের সিধেসাধা পোশাক, পায়ে চপ্পল দেখে কটাক্ষ করার লোভ সামলাতে পারেননি। সঙ্গে এও বলেছিলেন, অরিজিৎ নাকি ঘুমিয়ে পড়েছিলেন। পালটা মিষ্টি করে গায়ক উত্তর দিয়েছিলেন, ‘আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন’।
মুখের উপরে অপমান মেনে নিতে পারেননি সলমন। সেই থেকেই শুরু বিবাদ। তবে সম্প্রতি আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে অরিজিতের যা দেখে নেটিজেনরা মনে করছে, এটাই ভাইজানের রাগের কারণ হতে পারে। ভাইরাল ভিডিওতে অটো টিউনের রমরমা নিয়ে বলতে শোনা যায় অরিজিৎকে।
তিনি বলেন, অনেক ভাল গায়করাও অটো টিউন ব্যবহার করেন। কারণ অনেক খারাপ গায়ক এখন গান গাওয়ার বেশি সুযোগ পাচ্ছেন। কিন্তু তাঁর মতে, অটো টিউন কীভাবে ব্যবহার করা হবে তার উপরেই নির্ভর করছে সবটা। এরপরেই অরিজিৎ সোজাসুজি বলে ওঠেন, অভিনেতারাও অটো টিউন ব্যবহার করে গান গাইছেন। সলমন খান গেয়েছেন, অক্ষয় কুমার গেয়েছেন। দর্শকরা হেসে উঠতেই তিনি বলে ওঠেন, তাঁর অবশ্য বেশ ভালোই লেগেছে।
প্রসঙ্গত, ওই অ্যাওয়ার্ড শোয়ের ঘটনার পর থেকে প্রায় এক দশক কেটে গেলেও আর সলমনের কোনো ছবিতে গান গাওয়ার জন্য ডাক পাননি অরিজিৎ। তবে অভিনেতার উদ্দেশ্য সফল হয়নি। কেরিয়ার নষ্ট হওয়া তো দূর, আজ সঙ্গীত জগতের প্রথম সারিতে বসে রয়েছেন অরিজিৎ। প্রতিভাকে কখনোই রোখা যায়না, প্রমাণ করে দিয়েছেন তিনি।