বাংলাহান্ট ডেস্ক: অরিজিৎ সিং (Arijit Singh), নামটা শুনলেই এক মুহূর্তে খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে মুখটা। জাতীয় মঞ্চে বাঙালি বরাবর প্রতিভার পরিচয় দিয়েছে। বাঙালির সংষ্কৃতি মনস্কতার পরিচয়ই বহন করে চলেছেন অরিজিৎ। গোটা দেশে তাঁর কণ্ঠস্বরের জাদু ছড়িয়ে পড়েছে। উঁহু একটু ভুল হল। শুধু ভারতীয়রাই নয়, দেশের বাইরেও অরিজিতের গুণমুগ্ধ ভক্তের সংখ্যা বেড়েই চলেছে।
অতি সম্প্রতি দারুন একটা সুখবর প্রকাশ্যে এসেছে। জনপ্রিয়তার নিরিখে একাধিক আন্তর্জাতিক তারকাদেরও পেছনে ফেলে দিয়েছেন অরিজিৎ। মার্কিন র্যাপ তারকা এমিনেম, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-কেও ছাপিয়ে গিয়েছেন ভারতীয় সঙ্গীতশিল্পী অরিজিৎ।
ব্যাপারটা খোলসা করে বলা যাক। গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে অরিজিতের ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৬১ লক্ষ। তালিকার ছয় নম্বরে উঠে এসেছেন অরিজিৎ। পেছনে ফেলে দিয়েছেন এমিনেম, বিটিএসকে। অরিজিতের ঠিক আগে পাঁচ নম্বর স্থানে রয়েছেন পপ তারকা জাস্টিন বিবার। বিষয়টা নিঃসন্দেহে ভারতীয় এবং অরিজিৎ ভক্তদের কাছে গর্বের ব্যাপার।
প্রসঙ্গত, কিছুদিন আগে পর্যন্তও বিতর্কের কেন্দ্রে ছিলেন অরিজিৎ। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ‘গেরুয়া’ গান গাওয়া নিয়ে সূত্রপাত। তারপর কলকাতার ইকো পার্কে অরিজিতের শো বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতোর। কিন্তু বিতর্ক যতই মাথাচাড়া দিয়ে উঠুক না কেন, অরিজিৎ বরাবর স্পিকটি নট থেকেছেন।
আপাতত তিনি নিজের গানের দিকেই ফোকাস করছেন। বলিউডে ‘পাঠান’ এর পাশাপাশি বাংলায় ‘মানবজমিন’ ছবিতেও গান গেয়েছেন অরিজিৎ। ওই গানের জন্য তিনি নাকি মাত্র ১১ টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানান পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বাকি পারিশ্রমিকের টাকাটা তাঁর স্কুলে অনুদান দেওয়ার আর্জি জানান শিল্পী। হ্যাঁ, একটি বাচ্চাদের স্কুল চালান অরিজিৎ। সেখানেই বাকি টাকাটা দেওয়ার আর্জি জানান তিনি। ওই টাকায় খুদেদের পুজোর জামা কেনা হবে।