স্ত্রীর সঙ্গে করোনা আক্রান্ত অরিজিৎ সিং! রয়েছেন আইসোলেশনে

বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) হানায় টলিউডকে টক্কর দিচ্ছে বলিউড। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন গায়ক অরিজিৎ সিং (arijit singh)। করোনা থাবা বসিয়েছে তাঁর স্ত্রীর শরীরেও। সোশ‍্যাল মিডিয়ায় খারাপ খবর শেয়ার করে সকলকে সতর্ক করেছেন অরিজিৎ। পাশাপাশি তিনি জানিয়েছেন, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন গায়ক ও তাঁর স্ত্রী।

সোশ‍্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অরিজিৎ। তিনি লিখেছেন, ‘আমি ও আমার স্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়েছে। আমরা সবাই একদম ঠিক আছি এবং নিজেদের কোয়ারেন্টাইন করে নিয়েছি।’ খবরটি শেয়ার করা মাত্রই কমেন্ট উপচে পড়েছে শুভাকাঙ্খীদের। দ্রুত সুস্থ হয়ে উঠুন গায়ক ও তাঁর স্ত্রী, এই কামনাই করেছেন সকলে।

79213746
গত বছর মে মাসে নিজের মা কে হারান অরিজিৎ। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই নিজের জন্মস্থান মুর্শিদাবাদের পাশে দাঁড়ান অরিজিৎ। করোনা রোগীদের চিকিৎসার কথা চিন্তা করেই এই উদ‍্যোগ নিয়েছিলেন তিনি। আর যাতে কাউকে বিনা চিকিৎসায় মরতে না হয় সেকথা ভেবেই ব‍্যবস্থা নিয়েছিলেন অরিজিৎ।

IMG 20220108 192627
সেবার মুর্শিদাবাদ জেলা স্বাস্থ‍্য দফতরকে পাঁচটি হাই ফ্লো ন‍্যাজাল অক্সিজেন থেরাপি মেশিন দান করেছিলেন গায়ক। জিয়াগঞ্জের ধৃতী ফাউন্ডেশনের মাধ‍্যমে জেলার মুখ‍্য স্বাস্থ‍্য আধিকারিক চিকিৎসক প্রশান্ত বিশ্বাসের হাতে এই মেশিনগুলি তুলে দেন অরিজিৎ। গায়কের এই মহৎ উদ‍্যোগের জন‍্য তাঁকে ধন‍্যবাদ জানান মুখ‍্য স্বাস্থ‍্য আধিকারিক।

বলিউডে অভিনয় ও সঙ্গীত জগতের একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। তালিকায় রয়েছেন সোনু নিগম, বিশাল ডাডলানির মতো নাম। স্ত্রী ও ছেলের সঙ্গে করোনা পজিটিভ সোনু। দুবাইয়ের বাড়িতে সপরিবারে আইসোলেশনে রয়েছেন তিনি। সদ‍্য করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন বিশালও। সঙ্গে আরো একটি খারাপ খবরও দিয়েছেন তিনি। বাবাকে হারিয়েছেন সুরকার। কিন্তু নিজে আইসোলেশনে থাকার জন‍্য পরিবারের পাশে দাঁড়াতে না পারার কষ্টও উঠে এসেছে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে।

Niranjana Nag

সম্পর্কিত খবর