‘…অসুস্থ লাগছে’, কাশ্মীর হামলায় নিজের ক্ষতি করেও বড় পদক্ষেপ অরিজিতের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীর হামলায় প্রতিবাদের ঝড় উঠেছে দেশ জুড়ে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন নিরীহ পর্যটকরা। ২৬ জনের রক্তের প্রতিশোধ নেওয়ার দাবিতে সরব বিভিন্ন মহল। আমজনতার সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বলিউড তারকারাও। এর মাঝেই এবার বড় সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)।

কাশ্মীর হামলার জন্য বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ (Arijit Singh)

কাশ্মীরের হামলার বিরুদ্ধে নিজের মতো করে সরব হতে দেখা গিয়েছে তারকাদের। এঁদের মধ্যেই রয়েছেন অরিজিৎ (Arijit Singh)। নিজের ক্ষতি হবে জেনেও বড় পদক্ষেপ নিয়েছেন তিনি। আসলে আগামী ২৭ শে এপ্রিল চেন্নাইয়ে কনসার্ট হওয়ার কথা ছিল অরিজিতের। কিন্তু কাশ্মীরে হামলার ঘটনায় বাতিল হল সেই কনসার্ট।

Arijit singh took big step after kashmir attack

কী জানানো হল বিবৃতিতে: কনসার্টের আয়োজকদের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে কনসার্ট বাতিলের কথা জানিয়ে বলা হয়েছে, এই সিদ্ধান্ত শুধু আয়োজকদের একার নয়। মিলিত ভাবে অর্থাৎ অরিজিতের (Arijit Singh) থেকে মত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা টিকিট কেটে ফেলেছেন ইতিমধ্যেই, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন : বারুইপুর পুলিশের ‘শীতঘুম’ কবে কাটবে? দুই ‘কাশ্মীরি’ যুবককে ক্লিনচিট দিতেই প্রশ্নবাণ শুভেন্দুর

মুখ খোলেন গায়ক: আয়োজকদের তরফে আরো জানানো হয়েছে, দেশে সম্প্রতি যা ঘটেছে, এই পরিস্থিতিতে কোনো অনুষ্ঠানই কাম্য নয়। অরিজিৎ (Arijit Singh) নিজে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও তাঁর ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘পহেলগাঁও এর খবরে অসুস্থ বোধ করছি। ওই পরিবারগুলো! ঈশ্বর জানেন তাঁরা কীভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে!’

আরো পড়ুন : কাশ্মীরের হামলা “সরকারের চক্রান্ত”, বিতর্কিত মন্তব্য করতেই গ্রেফতার অসমের বিধায়ক আমিনুল

গত মঙ্গলবার দুপুরে জঙ্গিরা নির্বিচারে গুলি করে মারে পর্যটকদের। অভিযোগ উঠেছে, গুলি করার আগে হিন্দু মুসলিম আলাদা করা হয়েছিল। বেছে বেছে হিন্দুদের গুলি করার অভিযোগ উঠেছে। সেনা, পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে, তৎক্ষণাৎ অ্যাকশন করা যাবে না, একথা মাথায় রেখেই ওই স্থানে হামলার প্ল্যান করা হয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় প্রত্যাঘাত করেছে ভারত। বন্ধ করা হয়েছে ওয়াঘা-আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এবং বর্তমানে যে পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান এবং ভারত দুই দেশের হাই কমিশন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সামরিক পরামর্শদাতাদের। পাশাপাশি এতদিনের সিন্ধু জলচুক্তিও বাতিল করা হয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X