বাড়ছে চাপা উত্তেজনা, যুদ্ধের জিগিরের মাঝে বড় পদক্ষেপ অরিজিতের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তানের মধ্যে ক্রমে বৃদ্ধি পাচ্ছে উত্তেজনা। পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর বদলার জবাব ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান যে সন্ত্রাসে মদত দিয়ে ভারতে নিরীহ মানুষের প্রাণ নিয়েছিল, এবার তারই প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। পালটা ভারতের ৯ টি শহরে ড্রোন এবং মিসাইল হামলা করতে গিয়ে ব্যর্থ হয়েছে পাকিস্তান। বর্তমানে এমনি উত্তপ্ত পরিস্থিতিতে এবার বড় সিদ্ধান্ত নিলেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)।

ভারত-পাকিস্তান টানাপোড়েনের মাঝে সিদ্ধান্ত অরিজিতের (Arijit Singh)

বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় মুখ খুলতে দেখা গিয়েছে অরিজিৎকে (Arijit Singh)। নয়তো কোনো না কোনো সিদ্ধান্তের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। কিছুদিন আগেই পহেলগাঁও হামলার জেরে একটি কনসার্ট বাতিল করেছিলেন অরিজিৎ (Arijit Singh)। এবার ফের এক বড় পদক্ষেপ করলেন গায়ক। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির আবহে আরো একটি বড় কনসার্ট স্থগিত করে দিলেন তিনি।

Arijit singh took big step for ongoing war situation

বিবৃতি দেওয়া হল অরিজিতের তরফে: আগামী ৯ মে আবু ধাবিতে অনুষ্ঠান হওয়ার কথা ছিল অরিজিতের (Arijit Singh)। কিন্তু সেই কনসার্ট আপাতত বাতিল করে দেওয়া হয়েছে। এই খবর জানিয়ে একটি বিবৃতি দিয়েছে অরিজিতের টিম। সেখানে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির জন্য বাধ্য হয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আগামী ৯ মে আবু ধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ভাবা হয়েছে। পরিস্থিতি বুঝে ধৈর্য রাখার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানানো হয়েছে টিমের তরফে।

আরো পড়ুন : অপারেশন সিঁদুরকে ‘লজ্জাজনক’ বলে আক্রমণ! বলিউডে অভিনয় করে কত টাকা পকেটে ভরেছেন ফাওয়াদ?

কবে হবে অনুষ্ঠান: বাতিল হয়ে যাওয়া অনুষ্ঠান আবার কবে আয়োজন করা হবে তা এখনো ঘোষণা করা হয়নি ঠিকই, তবে খুব শীঘ্রই নতুন তারিখ জানানো হবে বলে খবর। শো বাতিল হলেও টিকিট অবশ্য বাতিল হচ্ছে না। ৯ তারিখের জন্য কাটা টিকিট প্রযোজ্য থাকবে পরবর্তী শোয়ের জন্যও। তবে কেউ চাইলে টিকিট বাতিল করে টাকা ফেরতও নিতে পারেন।

আরো পড়ুন : জব্বর চমক জিতু-দিতিপ্রিয়ার, আরো কমল ‘পরিণীতা’র নম্বর! টপার হওয়ার লড়াইয়ে জগদ্ধাত্রী-ফুলকি

প্রসঙ্গত, এর আগে পহেলগাঁও হামলার জেরে একটি কনসার্ট বাতিল করে দিয়েছিলেন অরিজিৎ (Arijit Singh)। গত ২৭ শে এপ্রিল চেন্নাইয়ে কনসার্ট হওয়ার কথা ছিল অরিজিতের। কিন্তু কাশ্মীরে হামলার ঘটনায় বাতিল হয় সেই কনসার্ট। পরে সেই কনসার্ট আবারও শিডিউল করা হবে জানানো হয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X