ছেলেকে পড়াচ্ছেন জিয়াগঞ্জে, এবার নিজের ছোটবেলার স্কুলের বিশেষ দায়িত্ব পেলেন অরিজিৎ

বাংলাহান্ট ডেস্ক: দিন কয়েক আগেই ছেলেকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে ভাইরাল হয়েছিল গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) ছবি। মুম্বইয়ের আর পাঁচটা তারকার ভাইরাল ছবির সঙ্গে সেই ছবিগুলির আকাশ পাতাল পার্থক‍্য। বাণিজ‍্য নগরীর বিলাসিতা ছেড়ে ছেলেকে নিজের জন্মস্থান জিয়াগঞ্জের স্কুলে ভর্তি করিয়েছেন অরিজিৎ। আবার স্কুল খোলার অপেক্ষায় বাকি অভিভাবকদের সঙ্গে লাইনেও দাঁড়িয়েছেন।

এরপরেই প্রকাশ‍্যে আরেকটি খবর। জিয়াগঞ্জে নিজের স্কুলের পরিচালন কমিটির সভাপতি পদে নিযুক্ত হলেন অরিজিৎ। রাজা বিজয় সিংহ বিদ‍্যামন্দির স্কুলে ছোট থেকে পড়েছেন তিনি। এখন কর্মসূত্রে মুম্বইয়ে বসবাস হলেও বেড়ে ওঠা জিয়াগঞ্জেই।

IMG 20220414 134720 1
কিন্তু আকাশছোঁয়া জনপ্রিয়তা মাটির কাছ থেকে সরাতে পারেনি অরিজিৎকে। এখনো বারেবারে নিজে্য জন্মস্থানে ফিরে আসেন তিনি। ছেলেকে শেখাচ্ছেন এখানকার স‌ংষ্কৃতি। এবার নিজের ছোটবেলার স্কুলের দায়িত্বও নিলেন অরিজিৎ। কিছুদিন আগে রাজ‍্যের শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসুর সঙ্গেও দেখা করেছিলেন গায়ক। সরকারের অনুমতিতেই এই বিশেষ দায়িত্ব পেয়েছেন তিনি।

এর আগেও জিয়াগঞ্জের উন্নয়নের জন‍্য উদ‍্যোগী হতে দেখা গিয়েছে অরিজিৎকে। নিজের মায়ের মৃত‍্যুর পর মুর্শিদাবাদ জেলা স্বাস্থ‍্য দফতরকে পাঁচটি হাই ফ্লো ন‍্যাজাল অক্সিজেন থেরাপি মেশিন দান করেছিলেন গায়ক। এবারেও স্কুলের উন্নতি নিয়ে কমিটির সঙ্গে অরিজিৎ আলোচনা করছেন বলে জানা গিয়েছে।

কিছুদিন আগেই কয়েকটি ছবি ব‍্যাপক ভাইরাল হয়েছিল নেটমাধ‍্যমে। ছেলেকে স্কুলে পৌঁছে দিতে নিজে গিয়েছিলেন অরিজিৎ। সাদামাটা একটি টিশার্ট আর প‍্যান্ট পরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে এক নজরে দেখলে বিশ্বাস করা কঠিন যে ইনিই খ‍্যাতনামা গায়ক। স্কুলের গেট বন্ধ থাকায় আরো পড়ুয়াদের সঙ্গে ছেলেকে নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন অরিজিৎ। তিনি বার বার প্রমাণ করে দেন, জনপ্রিয় হয়েও জনগণের মাঝেই থাকা যায়।


Niranjana Nag

সম্পর্কিত খবর