কুর্নিশ! শ্রীজাতর ছবিতে গান গাইতে ১১ টাকা পারিশ্রমিক নিলেন অরিজিৎ, বাকি অর্থ গেল বাচ্চাদের স্কুলে

বাংলাহান্ট ডেস্ক: অরিজিৎ সিংকে (Arijit Singh) নিয়েও যে রাজনৈতিক বিতর্ক হতে পারে তা গত কয়েক দিনে ভাল ভাবেই টের পেয়েছেন বাংলার মানুষ। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে একটি বিশেষ গান গাওয়া নিয়ে সূত্রপাত। তারপর কলকাতার ইকো পার্কে অরিজিতের শো বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতোর। কিন্তু বিতর্ক যতই মাথাচাড়া দিয়ে উঠুক না কেন, অরিজিৎ বরাব‍র স্পিকটি নট থেকেছেন।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে নিজের দমে আজ গোটা দেশের সঙ্গীত জগতের প্রথম সারিতে বসে রয়েছেন। ভারতের বাইরেও অরিজিতের গানের ভক্ত বহু মানুষ। শুধু নিজের সুমধুর কণ্ঠ দিয়ে নয়, মানবিকতা দিয়েও মানুষের মন জয় করেছেন অরিজিৎ। একবার নয়, বারবার। কবি পরিচালক শ্রীজাত বন্দ‍্যোপাধ‍্যায়ের (Srijato Bandopadhyay) আসন্ন ছবি ‘মানবজমিন’এ আবারো তার সাক্ষী হতে চলেছেন সকলে।

   

arijit singh eco park
পরিচালক শ্রীজাতর প্রথম ছবি ‘মানবজমিন’এ অরিজিতের গাওয়া ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি ইতিমধ‍্যেই ট্রেন্ডিংয়ে। যাবতীয় বিতর্কের ঊর্দ্ধে উঠে শ্রুতিমধুর কণ্ঠের জাদু ছড়িয়ে চলেছেন শিল্পী। সম্প্রতি এই গান সংক্রান্ত একটি তথ‍্য ফাঁস করেন শ্রীজাত, যা শুনে অরিজিতের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে আপনা থেকেই।

এক সংবাদ মাধ‍্যমকে শ্রীজাত জানান, গানটি গাওয়ার জন‍্য অরিজিৎ নাকি মাত্র ১১ টাকা পারিশ্রমিক নিয়েছেন! একেবারেই বিনা পারিশ্রমিকে গাইতে চাইছিলেন প্রথমে। শ্রীজাত জোরাজুরি করতেই এটুকু নিয়েছেন নাম কা ওয়াস্তে। বাকি পারিশ্রমিকটা কোথায় গেল?

শ্রীজাত জানান, পারিশ্রমিকের কথা উঠতেই অরিজিৎ বলে দিয়েছিলেন, তাঁর কাছ থেকে কিছুতেই পারিশ্রমিক নিতে পারবেন না তিনি। কিন্তু শ্রীজাতও নাছোড়বান্দা। শেষে অরিজিতের দাবি, ১১ টাকা নেবেন তিনি। এদিকে শ্রীজাত জানান, ছবির গানের স্বত্ব কিনেছে সোনি এন্টারটেনমেন্ট। তাদের কনট্রাক্টে কি আর লেখা যায় যে গানের জন‍্য অরিজিৎ সিং ১১ টাকা পারিশ্রমিক নিয়েছেন!

শেষে পরিস্থিতি বুঝে অরিজিৎই সমাধান দেন। বাকি পারিশ্রমিকের টাকাটা তাঁর স্কুলে অনুদান দেওয়ার আর্জি জানান শিল্পী। হ‍্যাঁ, একটি বাচ্চাদের স্কুল চালান অরিজিৎ। সেখানেই বাকি টাকাটা দেওয়ার আর্জি জানান তিনি। ওই টাকায় খুদেদের পুজোর জামা কেনা হবে। শ্রীজাত এও জানান, সাম্প্রতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের আগের ঘটনা এটা‌।

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারিতে ইকো পার্কে অরিজিতের যে গানের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে। তার বদলে অ্যাকোয়াটিকায় অনুষ্ঠানটি হওয়ার কথা জানানো হয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের তরফে।

ad2
Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর