বাংলাহান্ট ডেস্ক : জিয়াগঞ্জের বাঙালি ছেলের ঝুলিতে আরো এক বড় সম্মান। পদ্মশ্রী পাচ্ছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। আগামীকাল ২৬ শে জানুয়ারি, ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। তার আগের দিনই ঘোষণা হল এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। আর সেখানেই উঠে এল অরিজিতের (Arijit Singh) নাম। চলতি বছর মোট ১৩৯ জন ভারতীয় পেতে চলেছেন সম্মানীয় পদ্ম পুরস্কার।
পদ্ম পুরস্কার পেতে চলেছেন অরিজিৎ (Arijit Singh)
কলা বিভাগে পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন অরিজিৎ (Arijit Singh)। তিনি ছাড়াও বাংলা থেকে বাংলা থেকে আরো অনেকেই পাচ্ছেন এই সম্মান। তালিকায় রয়েছে অভিনেত্রী মমতা শঙ্কর, ঢাকি গোকুলচন্দ্র দাস, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজাঙ্কার, শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়, ধর্মগুরু স্বামী প্রদীপ্তানন্দ, শিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং সমাজসেবী বিনায়ক লোহানির নাম।
কারা কারা পাচ্ছেন সম্মান: এ বছর মোট ৭ জনকে পদ্মবিভূষণ, ১৯ জনকে পদ্মভূষণ এবং ১১৩ জনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হচ্ছে। বিনোদুনিয়া থেকে মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন গায়ক শারদা সিনহা। পদ্মভূষণ পেতে চলেছেন নন্দমুড়ি বালাকৃষ্ণ, প্রয়াত গায়ক পঙ্কজ উদাস, অনন্ত নাগ, যতীন গোস্বামী, অভিনেতা অজিত কুমার, শেখর কাপুর এবং শোভনা চন্দ্র কুমার। পদ্মশ্রী পেতে চলেছেন গায়ক জসপিন্দর নারুলা।
আরো পড়ুন : জি বাংলার কাছে গোহারান হার, এক মাস পুরনো সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত জলসার!
দেশের জনপ্রিয় গায়ক অরিজিৎ: বর্তমান ভারতীয় শিল্পীদের মধ্যে একেবারে প্রথম সারিতে নাম রয়েছে অরিজিৎ সিং (Arijit Singh) এর। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ (Arijit Singh) নিজের সুরের জাদু ছড়াচ্ছেন সর্বত্র। শুধু দেশ নয়, বিদেশেও অরিজিতের (Arijit Singh) গুণমুগ্ধ ভক্তের সংখ্যা অজস্র। আন্তর্জাতিক শিল্পীদের মাঝেও নিজের প্রতিভার জোরে জায়গা করে নিয়েছেন তিনি।
আরো পড়ুন : শতাব্দী প্রাচীন ঐতিহ্য! ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট কে, কবে পেশ করেছিলেন? জানলে হবেন “থ”
দেশ বিদেশে অরিজিতের (Arijit Singh) খ্যাতি আকাশছোঁয়া। কিন্তু তিনি বরাবর থাকেন মাটির কাছাকাছি। দেশ বিদেশের বিভিন্ন কনসার্ট ছাড়া জিয়াগঞ্জের বাড়িতেই বেশি থাকতে দেখা যায় গায়ককে। সেখানে কার্যত পাড়ার ছেলের মতোই সকলের সঙ্গে মেশেন তিনি। এহেন অরিজিতের এমন সম্মানে আপ্লুত সকলেই।