স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত, ১০০ কোটি টাকা দিয়ে স্কুল তৈরির লক্ষ‍্য অরিজিতের

বাংলাহান্ট ডেস্ক: আনন্দ উদযাপন হোক বা হৃদয় ভাঙার কষ্ট, তরুণ প্রজন্মের মুশকিল আসানে সদা সর্বদা হাজির অরিজিৎ সি‌ং (Arijit Singh)। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলেটার কণ্ঠের মাদকতায় বুঁদ হয়ে রয়েছে গোটা দেশ। শুধু জেন ওয়াই নয়, অরিজিতের গান সমস্ত বয়সের মানুষকে ভালবাসতে বাধ‍্য করেছে তাঁকে।

আর শুধু নয় অসাধারণ গায়ক নয়, মনের দিক থেকেও যে অরিজিৎ একজন সাচ্চা মানুষ। নিজের প্রতিভায় আজ দেশের সেরা গায়কদের মধ‍্যে একজন তিনি। দেশে বিদেশে শো করছেন, প্রায় প্রত‍্যেকটি ছবিতেই তাঁর একটা না একটা গান থাকবেই। ঈশ্বরের আশীর্বাদে কোনো কিছুর অভাব নেই অরিজিতের।

Arijit pasoori
কিন্তু তাই বলে নিজের পা মাটি থেকে সরতে দেননি গায়ক। তারকা মানেই তারা হাতের নাগালের বাইরে, একথা অরিজিতের ক্ষেত্রে অন্তত খাটে না। জিয়াগঞ্জের রাস্তায় নিজের স্কুটারে চড়ে তাঁকে ঘুরে বেড়াতে অনেকেই দেখেছে। স্পোকেন ইংলিশ স্কুলের জন‍্য ঘর খুঁজতে সাদামাটা ভাবে হাজির হয়েছেন কলেজে। অরিজিৎ যেন আর পাঁচজন সাধারণ মানুষের মতোই। তফাৎটা শুধু তাঁর কণ্ঠে।

অরিজিতের ব‍্যবহার, তাঁর আদর্শ মানুষকে আরো ভালবাসতে বাধ‍্য করেছে। জিয়াগঞ্জে সাধারণ মানুষের স্বার্থে একাধিক উন্নয়নমূলক কাজ তো তিনি করেছেনই। সম্প্রতি মুম্বইয়ের কনসার্টে অরিজিৎ জানান, একটি স্কুল তৈরি করার লক্ষ‍্য রয়েছে তাঁর। এর জন‍্য দরকার পড়বে ১০০ কোটি টাকার। লক্ষ‍্যপূরণের জন‍্য নিজের শ্রোতা, ভক্তদের কাছে তিনি আর্জি জানিয়েছেন, অর্থ দিয়ে নয়, ভালবেসে তাঁর পাশে থাকতে।

জানা গিয়েছে, জিয়াগঞ্জে একটি খাবার হোটেলও শুরু করেছেন অরিজিৎ। সেখানে খাবারের দাম শুরু হচ্ছে মাত্র ৩০ টাকা থেকে। তেমনি বেশি দামের খাবারও রয়েছে। তাই নিম্নবিত্ত বা মধ‍্যবিত্ত সকলেই এই হোটেলে ভরপেট খাবার সুযোগ পাবে। অরিজিৎ জানান, তিনি স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত। অন‍্যকে সাহায‍্য করাই মানবতা, একথাই বরাবর মেনে এসেছেন অরিজিৎ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর