বাংলাহান্ট ডেস্ক: মাতৃহারা হলেন গায়ক অরিজিৎ সিং (arijit singh)। দীর্ঘ দু সপ্তাহের বেশি দিন হাসপাতালে যমে মানুষে লড়াইয়ের পর হার মানলেন অদিতি সিং। মাত্র ৫২ বছর বয়সে চিরঘুমে চলে গেলেন অরিজিতের মা। তাঁর অকাল প্রয়াণে শোকবিহ্বল গোটা পরিবার।
শহরের এক বেসরকারি হাসপাতালে বুধবার রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর। গত ১৭ মে করোনায নেগেটিভ রিপোর্টও এসে গিয়েছিল। কিন্তু শেষরক্ষা আর হল কই। শোক সংবাদে বিমর্ষ অরিজিতের অনুরাগীরাও। সান্ত্বনা বার্তা দিয়েছে তারা গায়ককে।
করোনা আক্রান্ত হয়ে প্রথমে বহরমপুরের মাতৃসদনে ভর্তি হয়েছিলেন অদিতি সিং। পরে অবস্থার অবনতি হয় তাঁর। কলকাতার ওই বেসরকারি হাসপাতালে তাঁকে এনে ভর্তি করা হয়। একমো সাপোর্টে ছিলেন তিনি। বিষয়টা প্রকাশ্যে আসে রক্ত চেয়ে একটি পোস্টের পর। সুদেষ্ণা গুহ নামে এক স্বেচ্ছাসেবী অরিজিতের মায়ের জন্য এ নেগেটিভ রক্তের খোঁজ চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
সঙ্গে আরো লেখা হয়, যেহেতু অরিজিৎ এই সময়ের অন্যতম জনপ্রিয় মুখ এবং এ নেগেটিভ অত্যন্ত বিরল গ্রুপ, সেহেতু পরিচয়প্রকাশ করতে বাধ্য হচ্ছেন তাঁরা। এতে আরো দ্রুত কাজ হবে।
তবে তখন অরিজিতের মা করোনা আক্রান্ত কিনা বা তাঁর অসুস্থতা ঠিক কি কারণে তা জানা যায়নি। পোস্টের কমেন্টে অনেকেই এ নেগেটিভ রক্তের খোঁজ দেন। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পোস্টটি শেয়ার করেছিলেন।
পোস্টের গুরুত্ব বুঝে অরিজিতের পরিচয় লোকানো হয়নি। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। পরে অবশ্য অরিজিৎ নিজেও একটি পোস্টে রক্তের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, তাঁর পরিচয়ের জন্য সাহায্যের দরকার নেই। এই কঠিন সময়ে সকলের জন্য সকলকে এগিয়ে আসতে হবে।