বাংলা হান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের প্রতিবাদে ‘আর কবে?’ গান বেঁধেছেন বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং (Arijit Singh)। এই আন্দোলনের প্রতিবাদ জানাতে গিয়ে ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের রোষের মুখেও পড়েছেন গায়ক (Arijit Singh)। কিন্তু শাসকের চোখ রাঙানি উপেক্ষা করেই তিলোত্তমার বিচারের দাবিতে বারবার প্রতিবাদের সুর চড়িয়েছেন অরিজিৎ (Arijit Singh)।
‘আর কবে’ গাওয়ার অনুরোধ আসতেই কি বললেন অরিজিৎ সিং (Arijit Singh)?
৯ই আগস্ট থেকে দীর্ঘ ৪০ দিন ব্যাপী চলতে থাকা এই আন্দোলনে বাড়তি অক্সিজেন যুগিয়েছে অরিজিতের গাওয়া ‘আর কবে?’ (Ar Kobe) গান। যদিও গায়ক নিজে এই মুহূর্তে দেশে নেই। অনুরাগীদের দেওয়া কথা রাখতেই পেশার তাগিদে তিনি এখন ব্রিটেনে। প্রায় গোটা সেপ্টেম্বর মাস ধরে কনসার্ট করবেন অরিজিৎ। ১৫ই সেপ্টেম্বর থেকে ইতিমধ্যে ব্রিটেনের দুটি জায়গায় করশার্ট করে ফেলেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই অনুষ্ঠানের নানান টুকরো মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যার মধ্যে কখনও দেখা গিয়েছে ব্রিটিশ পপ তারকা এড শিরানের সঙ্গে চুটিয়ে গান গাইছেন অরিজিৎ। আবার একটি ভিডিওতে দেখা গিয়েছে মঞ্চের পাশে একজন তরুণী অরিজিতের গান শুনেই হাউ হাউ করে কাঁদছেন। আর তাঁকে থামাতে অরিজিৎ বলছেন, ‘ক্ষমা করো আর এগিয়ে যাও।’
এছাড়াও ‘মঞ্চকে মন্দির’ বলে এক দর্শকদের আধ খাওয়া খাবারের প্যাকেট নিজে হাতে সরিয়ে দিয়ে সৌজন্যতাবোধ শিখিয়ে এসেছেন অরিজিৎ। আর এবার দেখা গেল দর্শকাসনে বসে থাকা একজন শ্রোতা অরিজিতের কাছে অনুরোধ করছেন ‘আর কবে?’ গান গাওয়ার জন্য। কিন্তু অনুরোধ শুনেই সটান এই কাজ করলেন অরিজিৎ।
আরও পড়ুন : এবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে সৌজন্যতার পাঠ পড়ালেন অরিজিৎ সিং! তাজ্জব গোটা দুনিয়া
এমন প্রতিবাদী গান মিউজিক কনসার্টে গাওয়ার অনুরোধ আসতেই এদিন মেজাজ হারান অরিজিৎ। খানিক ধমকের সুরেই ওই শ্রোতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটা এ সবের জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। গান গাওয়া আমার কাজ। আমি সেটাই করছি। আর ওটা আমার শিল্প। এটা ওই গান গাওয়ার সঠিক সময় নয়। যদি সত্যিই প্রতিবাদ করতে চান, কলকাতায় যান। দেখবেন প্রতিবাদ জানাতে কত মানুষ কলকাতার পথে নেমেছেন। যান আপনিও কলকাতার রাস্তায় নেমে প্রতিবাদ জানান।’
সেইসাথে অরিজিৎ এদিন স্পষ্ট জানিয়ে দেন তাঁর গাওয়া এই ‘আর কবে?’ গানটি মানিটাইজ় করা নয়। অর্থাৎ চাইলে যে কেউ বিনা অনুমতিতেই এই গানটি ব্যবহার করতে পারবেন। গায়কের কথায়, ‘গানটা মনিটাইজ় করা নেই, মনিটাইজ়েশন বন্ধ করা আছে। কপিরাইট নেই কোনও। যে কেউ ওটা ব্যবহার করতে পারেন।’