বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে গোটা দেশ জুড়ে প্রবল হারে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। পুরো দেশের পাশাপাশি আমাদের পশ্চিমবাংলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এবার করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এটিকে মোহনবাগানের সেরা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের মা। গত বছরই বাবাকে হারিয়ে ছিলেন অরিন্দম। এবার করোনার কবলে পড়ে মাতৃহারা হলেন অরিন্দম। স্বাভাবিক ভাবেই তিনি পুরো ভেঙ্গে পড়েছেন এই ঘটনায়।
কয়েকদিন আগে অরিন্দম ভট্টাচার্যের মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার পরই তিনি এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিলেন মায়ের শরীর অসুস্থ হওয়ার কারণে তিনি এএফসি কাপে খেলতে যেতে পারবেন না। এক সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানল অরিন্দমের মা। আজ সকালেই প্রাণ হারিয়েছেন তিনি।
এছাড়াও সবুজ- মেরুনের আরও দুই ফুটবলার শেখ সাহিল এবং প্রবীর দাস এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন। প্রবীর দাসের পাশাপাশি তার পুরো পরিবারও করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, করোনার কারণে এই বছরে এএফসি কাপও বাতিল করে দিয়েছে ফিফা।