বাংলাহান্ট ডেস্ক: গতকালই দিল্লিতে গিয়ে বিজেপিতে (bjp) যোগদান করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (rudranil ghosh)। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। গতকালই যোগদানের পর তৃণমূল বহিষ্কৃত রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আজ ডুমুরজলায় বিজেপির মেগা যোগদান মেলায় গেরুয়া শিবিরে নাম লেখাবেন আরো কয়েকজন অভিনেতা অভিনেত্রী।
এবার জল্পনা উস্কে সদ্য বিজেপিতে নাম লেখানো রুদ্রনীল মন্তব্য করেন, শাসক ঘনিষ্ঠ পরিচালক অরিন্দম শীলও (arindam sil) আজ ডুমুরজলায় যোগদান মেলায় এসে যোগ দিতে চলেছেন বিজেপিতে। গুঞ্জন তুঙ্গে উঠতেই পালটা টুইট করেন পরিচালক অরিন্দম শীল।
তিনি লেখেন, ‘আমি শুধু সিনেমাই বুঝি। সেটাই আমি করি ও সেটাই আমি সবথেকে ভাল বুঝি। গুজবের দায়িত্ব আমি নিতে পারবো না। রাজনীতিতে যোগ না দিয়েও সমাজে পরিবর্তন আনা যায় (বিশেষ করে আজকের রাজনীতিতে)। এছাড়াও আরো অনেক কিছু করার আছে।’
I understand Cinema and CINEMA only.
That’s what I do and that’s what I understand best.I cannot take responsibility of rumours.
You can create a difference in the society, even by not getting into politics(and specially in the politics of today).There is a lot to do otherwise.— Arindam Sil (@silarindam) January 31, 2021
গতকালই দিল্লিতে অমিত শাহের বাস ভবনে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন রুদ্রনীল ঘোষ। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালদের সঙ্গে বিজেপিতে যোগ দেন তিনি। আজ ডুমুরজলায় সভাতেও উপস্থিত তিনি।
কালই অমিত শাহের পাঠানো চার্টার্ড বিমানে দিল্লি পৌঁছান সকলে। তবে সেই বিমানে যেতে পারেননি রুদ্রনীল। কিছুটা দেরিতে পৌঁছে বিজেপিতে যোগ দেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল আজ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে যোগদান করতে চলেছেন তাঁরা। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, যেহেতু তাঁরা ইতিমধ্যেই যোগদান করে নিয়েছেন তাই তাঁরা আর করবেন না। বরং আরো কয়েকজন অভিনেতাকে দেখা যাবে যোগদান সভায়।
গত কয়েকদিন ধরে টলিউড তথা রাজনৈতিক মহল সরগরম হয়ে রয়েছে রুদ্রনীলের বিজেপি যোগদানের গুঞ্জন নিয়ে। বেশ কয়েকবার অভিনেতা নিজেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার ব্যাপারে।
এর আগেই রুদ্রনীল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় যেখানে যাবেন তিনিও সেখানেই যাবেন। দুজনের সখ্যতার কথা কারোরই অজানা নয়। টলিউডের এক অভিনেতার পার্টিতেও একত্রে দেখা যায় রুদ্রনীল, রাজীব ও শুভেন্দু অধিকারীকে। জল্পনা তুঙ্গে তুলে নেতাজি জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফিও তোলেন রুদ্রনীল।
এই প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে মানুষ একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে তাঁর সেলফি পোস্ট করা নিয়ে চরম ট্রোলড হতে হয়েছিল রুদ্রনীলকে। কিন্তু কোনো উচ্চবাচ্য করেননি তিনি। কারণ রুদ্রনীলের মতে, এসবই নির্বাচন পর্যন্ত চলবে। সব মিটে গেলেই সবার কাছে ফের তিনি একজন অভিনেতা।