দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে অভিনেতা অরিন্দ‍্য, প্রথম বিয়ের বিবাহবার্ষিকীর দিনেই সারলেন দ্বিতীয় বিয়ে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনাকালে বিধিনিষেধের মধ‍্যেই চুপিচুপি দ্বিতীয় বিয়ে সারলেন টেলি অভিনেতা অরিন্দ‍্য বন্দ‍্যোপাধ‍্যায় (arindya banerjee)। ২ রা জুলাই প্রথম বিয়ের এক বছর পূর্ণ হয় অভিনেতার। এই বিশেষ দিনেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন অরিন্দ‍্য। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনাড়ম্বর ভাবেই বিয়ে সারেন ‘রানু পেল লটারি’ অভিনেতা।

এবার প্রশ্ন পাত্রী কে? পাত্রী জনপ্রিয় মডেল সায়ন্তনী দাস (sayantani das)। হ‍্যাঁ, ইনিই অরিন্দ‍্যর প্রথম স্ত্রী। দ্বিতীয়বার তাঁর গলাতেই ফের মালা দিয়েছেন অভিনেতা। ব‍্যাপারটা খোলসা করেই বলা যাক। গত বছর ২রা জুলাই বিয়ে করেছিলেন অরিন্দ‍্য সায়ন্তনী। কিন্তু লকডাউনের মাঝে কাউকেই তেমন নিমন্ত্রণ করে উঠতে পারেননি তাঁরা। তাই দ্বিতীয় বিয়ের আয়োজন। তাও আবার প্রথম বিবাহবার্ষিকীর মতো বিশেষ দিনে।


এবারেও অবশ‍্য বেশি কাউকে আমন্ত্রণ জানাননি এই তারকা জুটি। দুজনের পরিবার ও কয়েকজন ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতেই হয়েছে বিয়ে। রেজিস্ট্রি ম‍্যারেজ করে একে অপরের গলয় মালা পরিয়ে দিয়েছেন তাঁরা। এদিনের ছোট অনুষ্ঠানের কিছু ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অরিন্দ‍্য। তিনি লিখেছেন, ‘একসঙ্গে এক বছর পূর্ণ করলাম আমরা’।

https://www.instagram.com/p/CQ1igvnhzlR/?utm_medium=copy_link

দ্বিতীয় বিয়েতে বেগুনী বেনারসীতে সেজেছিলেন মডেল সায়ন্তনী। সঙ্গে মানানসই সোনার গয়না, খোঁপায় লাগানো ফুলের মালা। অপরদিকে অরিন্দ‍্যর পরনে ছিল পাঞ্জাবি। হাসিমুখে দুজনেই ক‍্যামেরাবন্দি হয়েছেন। নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে অরিন্দ‍্য সায়ন্তনীর দ্বিতীয় বিয়ের ছবি।

https://www.instagram.com/p/CQ4_bYkB1ex/?utm_medium=copy_link

প্রসঙ্গত, টেলি জগতের চেনা মুখ অরিন্দ‍্য বন্দ‍্যোপাধ‍্যায়। বেশ ছোট বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন তিনি। রোজগেরে গিন্নি, মোহনা, ভালবাসা ডট কম, কে আপন কে পর, রানু পেল লটারি, বেদের মেয়ে জ‍্যোৎস্না সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন অরিন্দ‍্য। এই মুহূর্তে ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি।

সম্পর্কিত খবর

X