করোনামুক্ত হয়ে ফের একসঙ্গে অর্জুন-মালাইকা, গোপন ছবি তুমুল ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) মুক্ত হওয়ার পর ফের একসঙ্গে বাড়ির বাইরে বেরোলেন অর্জুন কাপুর (arjun kapoor) ও মালাইকা অরোরা (malaika arora)। এদিন মালাইকাকে নিজের বাড়িতে ছাড়তে এসে পাপারাজির ক‍্যামেরাবন্দি হলেন দুজন। সেই ছবি (photo) এখন ভাইরাল (viral) সোশ‍্যাল মিডিয়ায়।

সবে মাত্র কিছুদিন আগেই করোনা নেগেটিভ হয়েছেন অর্জুন ও মালাইকা। প্রায় একই সঙ্গে দুজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তার পর থেকেই নিজেদের বাড়িতে আলাদা আলাদা কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেন অর্জুন ও মালাইকা।


এদিন অভিনেত্রীকে তাঁর নিজের বাড়িতে ছাড়তে এসেছিলেন অর্জুন। সেই সময়েই পাপারাজির ক‍্যামেরাবন্দি হন দুজন। তবে গাড়ি থেকে বাইরে না বেরোনোয় অভিনেতাকে স্পষ্ট বোঝা যায়নি। উল্লেখ‍্য, সম্প্রতি তাঁরা দুজনেই কোভিড নেগেটিভ হওয়ার খবর জানিয়েছেন সোশ‍্যাল মিডিয়ায়।


প্রসঙ্গত, অতি সম্প্রতি সেক্সি জিম পোশাকে পাপারাজির ক‍্যামেরায় ধরা পড়েন মালাইকা। সেই ছবিতেই কয়েকজন খুঁজে পান চমকদার ব‍্যাপার। নেটিজেনদের একাংশের মতে ফের মা হতে চলেছেন মালাইকা আরোরা। ধূসর জিম আউটফিট ভেদ করে বেরোচ্ছে হটনেস। তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে বেবি বাম্প।

অর্জুনের সন্তানের মা-ই হতে চলেছেন মালাইকা, এমনটাই বক্তব‍্য নেটজনতার। তবে এখনো এই বিষয়ে কোনো কিছুই বলেননি মালাইকা বা অর্জুন।

করোনা আক্রান্ত হওয়ায় কিছুদিন রিয়েলিটি শো ইন্ডিয়াস বেস্ট ডান্সারের বিচারকের আসন থেকে বিরতি নিয়েছিলে মালাইকা। করোনা রিপোর্ট নেগেটিভ আসায় ফের কাজে ফিরেছেন তিনি।

সম্পর্কিত খবর

X