বয়স-পোশাক নিয়ে মালাইকাকে কুৎসিত ট্রোল, সমালোচকদের ধুয়ে দিলেন অর্জুন

বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে, ফ্রেম নাকি অন্ধ। জাতপাত, বয়স কোনো কিছুর তোয়াক্কাই করে না সে। অর্জুন কাপুর (arjun kapoor) ও মালাইকা অরোরাকে (malaika arora) দেখলে তার প্রমাণ অবশ‍্য হাতেনাতে মেলে। বলিউডের তাবড় অভিনেত্রীদের বাদ দিয়ে অর্জুন মজেছেন মালাইকার প্রেমে। স্বামী আরবাজ খানকে ডিভোর্স দিয়ে অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকাও।

দুজনের মধ‍্যে বয়সের পার্থক‍্য বেশ অনেকটাই। মালাইকা পঞ্চাশের দোরগোড়ায়, অপরদিকে অর্জুন সবে ৩৬। বারো বছরের অন্তর দুজনের মধ‍্যে। তবুও তাঁদের প্রেম ঈর্ষা জাগাতে পারে অনেকের মনেই। স্বাভাবিক ভাবেই বিষয়টা নিয়ে ট্রোল, মশকরা কম হয় না। বিশেষ করে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় মালাইকাকে। সম্প্রতি এইসব ট্রোলের বিরুদ্ধে মুখ খুলেছেন অর্জুন। আর তিনি যা বললেন তা শুনে অবাক হবেন অনেকেই।

arjun kapoor and malaika arora the unconventional couple in b town
অভিনেতার মতে, বয়স দেখে কারোর সম্পর্কের বিচার করাটা বোকামির সমান। তিনি স্পষ্ট বলেন, “আমরা ট্রোলগুলোর নব্বই শতাংশই পাত্তা দিই না। কারণ এগুলো সব ভুয়ো। ওই মানুষগুলোই আমাকে দেখতে পেলে সেলফি তোলার জন‍্য ছটপট করেন। আমার ব‍্যক্তিগত জীবনে আমি কী করছি না করছি সেটা সম্পূর্ণ আমার ব‍্যক্তিগত ব‍্যাপার। যতদিন আমার কাজ নিয়ে আলোচনা হচ্ছে, বাকি কিছুই গুরুত্ব পায় না।”

প্রসঙ্গত, গত সপ্তাহেই করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল অর্জুনের। এই নিয়ে দ্বিতীয় বার মারণ ভাইরাসের শিকার হলেন অভিনেতা। তবে এবারে তিনি একা নন, বোন অংশুলা কাপুরও করোনা আক্রান্ত হয়েছেন। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে অর্জুনের প্রেমিকা মালাইকার।

গত বছর লকডাউনের সময় অবশ‍্য অর্জুনের সঙ্গেই করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল তাঁর। একই সঙ্গে আইসোলেশনে ছিলেন দুজন। নতুন বছরের শুরুতে মালাইকার সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছাও জানিয়েছেন অর্জুন।

Niranjana Nag

সম্পর্কিত খবর