বাংলাহান্ট ডেস্ক : বলিউডে বনি কাপুর এবং শ্রীদেবীর সম্পর্কের কথা তো সকলেই জানেন। বেশ চর্চিত ছিল তাঁদের জুটি। কিন্তু এর জন্য যে আরো দুটি জীবন নষ্ট হয়ে গিয়েছিল তার খোঁজ রাখেন না অনেকেই। শ্রীদেবীর প্রেমে পড়ে স্ত্রী মোনাকে ডিভোর্স দিয়েছিলেন বনি। ছোট অর্জুন কাপুরের (Arjun Kapoor) শৈশব তো নষ্ট হয়েইছিল, বাবার এই পরকীয়ার জন্য চরম লাঞ্ছিত হতে হয়েছিল তাঁকে এবং তাঁর মাকে। এর জন্য বনির সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছিল অর্জুনের (Arjun Kapoor)।
ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেজ হয় অর্জুনের (Arjun Kapoor)
এক পডকাস্টে অর্জুন (Arjun Kapoor) জানান, তাঁর যখন মাত্র ১০ বছর বয়স তখনই আলাদা হয়ে যান তাঁর বাবা মা। তাঁর জীবনে গভীর ‘ট্রমা’র অধ্যায় রয়েছে। অর্জুন বলেন, সে সময়ে বনি দুটি বড় ছবির মুক্তি নিয়ে ব্যস্ত ছিলেন। স্বাভাবিক বাবা ছেলের সম্পর্ক তাঁদের মধ্যে গড়ে উঠতে পারেনি কোনোদিন। তার মধ্যে আবার ওই বিচ্ছেদ আরোই তাঁকে বাবার থেকে দূরে ঠেলে দিয়েছিল।
স্কুলে যেতে পছন্দ করতেন না: অর্জুন (Arjun Kapoor) জানান, তিনি ছোটবেলায় দুষ্টু ছিলেন ঠিকই, তবে পড়াশোনায় ভালো ছিলেন। কিন্তু বাবা মায়ের বিচ্ছেদের পর ইচ্ছা করেই পড়াশোনা থেকে দূরে সরে যান তিনি। তাঁর মনে হয়েছিল এভাবেই বিদ্রোহ করা যাবে। আগে তাঁর স্কুলে যেতে ভালো লাগত। কিন্তু তাঁর বাবা মায়ের বিচ্ছেদের পর সকলের তাঁদের পরিবারের প্রতি আগ্রহ বেড়ে গিয়েছিল। তাই তাঁর আর স্কুলে যেতেও ভালো লাগত না।
আরো পড়ুন : কুকুর পোষেন শাহরুখের নামে, আড়ালে ডাকতেন ‘তোতলা’ বলে! ফের বোমা ফাটালেন অভিজিৎ
ডেবিউয়ের আগেই হারান মাকে: তবে অর্জুন (Arjun Kapoor) জানান, বিচ্ছেদের আগে কখনো বাবা মাকে ঝগড়া করতে দেখেননি তিনি। এদিক থেকে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন অর্জুন (Arjun Kapoor)। তাঁর যখন ২৫ বছর বয়স তখন মা মোনাকে হারান তিনি। ছেলের বলিউড ডেবিউয়ের ঠিক আগে নিজের সবথেকে বড় সমর্থককে হারান তিনি। সেটাও একটা বড় ধাক্কা ছিল অর্জুনের কাছে।
আরো পড়ুন : দেখা করলেন রামায়ণ-মহাভারতের আরবি অনুবাদকদের সঙ্গে! মধ্যপ্রাচ্যের দেশে বড় চমক পেলেন মোদী
এখন অবশ্য বাবা বনির সঙ্গে সম্পর্কের রসায়ন বদলেছে বনির। তিনি জানান, গত পাঁচ বছরে একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন তাঁরা। সৎ বোন জাহ্নবী, খুশির সঙ্গেও খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে অর্জুনের।