দ্বিতীয় বার করোনা আক্রান্ত অর্জুন কাপুর, প্রেমিকের সঙ্গে ডেটে গিয়েও বেঁচে গেলেন মালাইকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের করোনার গেরোয় বলিউড। করিনা, অমৃতারা সুস্থ হতে না হতে আবারো করোনা আক্রান্ত হলেন অর্জুন কাপুর (arjun kapoor)। এই নিয়ে দ্বিতীয় বার মারণ ভাইরাসের শিকার হলেন অভিনেতা। তবে এবারে তিনি একা নন, বোন অংশুলা কাপুরও করোনা আক্রান্ত হয়েছেন। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে অর্জুনের প্রেমিকা মালাইকা অরোরার (malaika arora)।

অর্জুন, অংশুলার পাশাপাশি অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর ও তাঁর স্বামী করন বুলানির করোনা রিপোর্টও পজিটিভ এসেছে বলে খবর। রিয়া নিজেই সোশ‍্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। তিনি দাবি করেছেন, অত‍্যন্ত সতর্কতা অবলম্বন সত্ত্বেও ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁরা। মহামারির প্রকৃতিই এমন বলে সাফাই রিয়ার।


এরপরেই তাঁর কটাক্ষ, ‘জানিনা আমার বা অন‍্য কারোর ব‍্যক্তিগত স্বাস্থ‍্য খবর বা চর্চার বিষয় কেন হচ্ছে। এটা শুধু সরকার ও স্বাস্থ‍্য দফতরের জানান দরকার, যাতে তাঁরা নিজেদের কাজ ঠিক ভাবে করতে পারেন। গসিপ করার বিষয় নয় এটা।’ এমন চর্চা ব‍্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে বলেও বিরক্তি প্রকাশ করেছেন রিয়া।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন করিনা, অমৃতা, মাহিপ কাপুররা। রিপোর্ট নেগেটিভ আসতে না আসতেই পার্টি শুরু করে দেওয়ায় ট্রোল হতে হয়েছে করিনাদের। অনেকের মতে, নিজে করোনা আক্রান্ত হয়ে ট্রোলারদেরই কটাক্ষ করেছেন রিয়া। উল্লেখ‍্য, মাহিপ কাপুর সম্পর্কে অর্জুনের কাকিমা হন। শোনা গিয়েছে, করিনাদের সঙ্গে পার্টি করেছিলেন তিনিও। পরে মেয়ে শানায়ার সঙ্গে করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর।

অপরদিকে অর্জুনের সঙ্গে ডিনার ডেটে গিয়েও ভাগ‍্যক্রমে এ যাত্রা বেঁচে গিয়েছেন মালাইকা। গত বছর লকডাউনের সময় অবশ‍্য অর্জুনের সঙ্গেই করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল তাঁর। একই সঙ্গে আইসোলেশনে ছিলেন দুজন।

সম্পর্কিত খবর

X